বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে ডেনমার্ক। নেশনস লিগের এই ফলাফল নিয়ে ফুটবল বিশ্বে অনেক আলোচনা। বাংলাদেশের ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্কের জয়ে দারুণ খুশি।

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্কের আলো বাতাসে বেড়ে উঠেছেন। সেই দেশের ঘরোয়া লিগেও খেলেছেন। স্বাভাবিকভাবেই ডেনমার্কের ম্যাচের দিকে নজর থাকে তাঁর। নেশনস লিগে ডেনমার্কের ফ্রান্স বধের পর মালয়েশিয়া থেকে জামাল ভূঁইয়া তার প্রতিক্রিয়া জানালেন এভাবে, ‘ডেনমার্ক ভালো এবং শক্তিশালী দল কিন্তু অনেকে এই দলটিকে আন্ডার ইস্টিমেট করে।’

জামাল বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে মালয়েশিয়ায় রয়েছেন। ঢাকায় ৮ জুন আসছে বিশ্বকাপের ট্রফি। এ নিয়ে নানা প্রস্তুতি ও পরিকল্পনা ফুটবলাঙ্গনের। জাতীয় দলের ফুটবলাররা এশিয়া কাপ বাছাই খেলতে বিদেশে অবস্থান করায় তারা সশরীরে দেখতে পাবেন না এই ট্রফি।

ট্রফি দেখতে না পারলেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশের ফুটবলারদের মধ্যেও। অধিনায়ক জামাল ডেনমার্কের এবারের বিশ্বকাপ ভালো কিছুর সম্ভাবনা দেখছেন, ‘ডেনমার্কের ফুটবলাররা ইউরোপের ভালো ক্লাবগুলোতে খেলে। বিশ্বকাপে আশা করি ভালো খেলবে।’

এজেড/এটি