বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচের জটিলতা কাটছে না
বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের একটি দৃশ্য।
২৫ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ নিয়ে জটিলতা কাটছেই না। এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসিও এই বিষয়ে এখনো সিদ্ধান্ত জানাতে পারছে না। ২৩ ফেব্রুয়ারি ছিল এই ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর দিনক্ষণ।
এর ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও পরিষ্কার করে কোনো কিছু জানাতে পারেনি এশিয়ান ফুটবল কনফেডারেশন। আজ (বৃহস্পতিবার) এএফসি বাফুফেকে আফগানিস্তানের অবস্থান জানিয়েছে, পাশাপাশি এই ব্যাপারে বাফুফের বক্তব্য জানতে চেয়েছে। এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে আরও কিছুদিন সময় চেয়েছে এএফসি।
বিজ্ঞাপন
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আফগানিস্তান জানিয়েছে তারা মার্চে করোনা পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশে আসতে চায় না। জুনে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়। এএফসি আমাদের এটি জানিয়ে আমাদের অবস্থান জানতে চেয়েছে।’
বাফুফে আজই এএফসিকে নিজেদের অবস্থান জানিয়ে ফিরতি চিঠি দিয়েছে, এই প্রসঙ্গে সোহাগ বলেন ‘আমরা আগের অবস্থানেই রয়েছি। ২৫ মার্চ বাংলাদেশে ম্যাচ আয়োজন করতে চাই। কোয়ারেন্টাইনের সময়ে অনুশীলন সুবিধাসহ প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করে চিঠি দিয়েছি।’
বিজ্ঞাপন
জাতীয় দলের মতো ক্লাব প্রতিযোগিতার ভেন্যুর ব্যাপারেও সিদ্ধান্ত আসেনি। কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক বলেন, ‘আমরা এখনো এএফসির কাছ থেকে কিছু জানতে পারেনি। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মনে হচ্ছে।’
উল্লেখ্য, এএফসি কাপের চূড়ান্ত পর্বের গ্রুপ পর্যায়ের খেলার স্বাগতিক হওয়ার জন্য কিংস আবেদন করেছে। কিংসের পাশাপাশি একই গ্রুপে মোহনবাগানও স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ২২ ফেব্রুয়ারি ছিল এএফসি’র সিদ্ধান্ত জানানোর দিনক্ষণ।
এজেড/এমএইচ