বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছয়টি ম্যাচ ড্র উত্তর বারিধারার। উত্তর বারিধারার আজকের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাইফ স্পোর্টিং ২-১ গোলে উত্তর বারিধারাকে হারায়। 

সর্বশেষ ফেডারেশন কাপে তাদেরকে ৩-০ গোলে হারিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। এই জয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থান থেকে ৫ম স্থানে উঠে এল সাইফ স্পোর্টিং। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উত্তর বারিধারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটে সুযোগ এসেছিল সাইফের সামনে। কিন্তু গোলমুখে শট নিতে গিয়ে নিজের ভারসাম্য রাখতে পারেননি সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ। ম্যাচের ১৩ মিনিটে কেনেথ যে বল বাড়িয়ে দিয়েছিলেন সেখানে সময়মতো পৌঁছাতে পারেননি আরিফুর রহমান। 

২০ মিনিটে রহমতের কর্ণার থেকে ভালো হেড নিয়েছিলেন সাইফের অধিনায়ক রিয়াদুল হাসান রাফি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় সেটি। তবে এরপরই সুযোগ কাজে লাগিয়েছে উত্তর বারিধারা। আরিফ হোসেনের গোলে লিড নেয় তারা। ২৭ মিনিটে গোল পরিশোধের সুযোগ এসেছিল সাইফের। 

কিন্তু আরিফুর রহমানের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়েছেন উত্তর বারিধারার গোলকিপার মিতুল মারমা। ৩২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের শটও সফল হয়নি গোলকিপার মিতুল মারমার কারণে। পরের মিনিটেই উত্তর বারিধারার মোস্তাফা আব্দেল খালেকের ক্রস থেকে হেড নিয়েছিলেন রাশেদুল ইসলাম শুভ। 

কিন্তু বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ম্যাচের ৩৬ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয় সাইফের। ইয়াসিনের হেড পোস্টে লেগে প্রতিহত হয়। এরপরই ইমানুয়েল যে শট নেন তা চলে যায় গোলবারের পাশ দিয়ে। 

৪৪ মিনিটে ম্যাচে সমতা আনে সাইফ স্পোর্টিং ক্লাব। ইয়াসিনের বাড়িয়ে দেওয়া বলে ঠান্ডা মাথায় গোল করেন সাইফের নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলি। প্রথমার্ধের শেষ দিকে গোলের সুযোগ এসেছিল উত্তর বারিধারারও। কিন্তু আব্দেল রাহিম লক্ষ্যভ্রষ্ট শট নেন। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। 

বিরতি থেকে ফিরে গোলের জন্য জোর চেষ্টা চালাতে থাকে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৫০ মিনিটে গোলের সুযোগ নষ্ট হয় সাইফের। ৬১ মিনিটে গোলের ভালো সুযোগ তৈরি করেছিলেন জন ওকোলি। কিন্তু সফল হতে পারেননি। 

ম্যাচের ৮০ মিনিটে বেশ ভালো একটা সুযোগ নষ্ট হয় সাইফের। সিরোজুদ্দিনের বাড়িয়ে দেওয়া বলে সাজ্জাদ হোসেন পা ছোঁয়াতে পারলেই হয়তো গোলের দেখা পেত সাইফ স্পোর্টিং। ৮৫ মিনিটে বল নিয়ে ভালোভাবে এগিয়ে গিয়েছিলেন উত্তর বারিধারার মোস্তফা আব্দেল খালেক। কিন্তু তার শট জালের ঠিকানা খুজে পায়নি। 

উত্তর বারিধারা টানা ষষ্ঠ ম্যাচ ড্র যখন সময়ের অপেক্ষা ঠিক তখনই ৮৮ মিনিটে ডাইভিং হেডে গোল করেন সাজ্জাদ হোসেন। আর এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে উত্তর বারিধারার মারুফ আহমেদ দারুণ শট নিয়েছিলেন। কিন্তু  দারুণ দক্ষতায় সেই শট ফিরিয়েছেন সাইফের গোলকিপার শান্তু কুমার। 

এজেড/এমএইচ