কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য ১০ মে মধ্যরাতে ঢাকায় আসেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে ও গোলরক্ষক কোচ ক্লেভারলি। একই বিমানে আসার কথা ছিল সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের। তার করোনা রিপোর্ট স্বচ্ছ না থাকায় আসতে পারেননি তিনি। 

পরবর্তীতে আবার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়ে তিনদিন পর বাংলাদেশের বিমান ধরেন ওয়াটকিস। গতকাল (বৃহস্পতিবার) মধ্য রাতে বাংলাদেশে এসেছেন জেমির সহকারী। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গতকাল রাত ১২টায় লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। 

গত এপ্রিলে জেমির সঙ্গে ছুটিতে ইংল্যান্ডে যান ওয়াটকিস। ছুটি কাটিয়ে এক মাসের বেশি সময় পর ফিরলেন বাংলাদেশে। জেমি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী পাঁচদিনের হোম কোয়ারেন্টাইন করছেন। স্টুয়ার্টকেও কোয়ারেন্টাইন করতে হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোয়ারেন্টাইন করবেন তিনি।

স্টুয়ার্ট ঢাকায় ফিরে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, 'আবার ঢাকায় আসতে পেরে ভালো লাগছে। পাঁচদিনের কোয়ারেন্টাইন কাটিয়ে অনুশীলনে যোগ দেব।'

১৬ মে জাতীয় দলের ফুটবলাররা আবার ক্যাম্পে উঠবেন। করোনাভাইরাসের রিপোর্ট নিয়ে পরের দিন থেকে অনুশীলন শুরু হবে। 

এজেড/টিআইএস