ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের উদ্বোধনী খেলায় মাঠেই মুষড়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। তখনই ধারণা করা হচ্ছিল হার্ট অ্যাটাক হয়েছে সাবেক টটেনহ্যাম তারকার। এবার জানা গেছে সেই কার্ডিয়াক অ্যারেস্টই হয়েছিল তার। বিষয়টি নিশ্চিত করে ডেনমার্ক দলের ডাক্তার মর্টেন বোসেন বলেন ‘ও মরেই গিয়েছিল। আমরা পরে কার্ডিয়াক রিসাসিটেশন (শক দেওয়া) দিয়েছি তাকে। হ্যাঁ, এটা একটা কার্ডিয়াক অ্যারেস্টই হয়েছিল তার।’

ইউরো ২০২০ এর দ্বিতীয় দিনে ফিনল্যান্ডের মুখোমুখি হয়েছিল ডেনমার্ক। সে ম্যাচেই ঘটে এ অঘটন। ৪৩ মিনিটে থ্রো ইন পেয়েছিল ডেনমার্ক। সেটা রিসিভ করার আগেই মাঠে মুষড়ে পড়েন এরিকসেন। এরপর মাঠেই তাকে সিপিআর দেওয়া হয়। তাতেই রক্ষা। একটু এদিক সেদিক হলেই আরও বড় অঘটনটাও ঘটে যেতে পারত, জানিয়েছেন ডেনমার্ক দলের ডাক্তার বোসেন।

এ বিষয়ে দলটির ডাক্তার বোসেন বলেন, ‘তাকে হারিয়ে ফেলার খুব কাছাকাছি ছিলাম কিনা, জানি না। তবে একটা সিপিআর দেওয়ার পরই তাকে ফিরে পেয়েছিলাম, এটা খুব তাড়াতাড়িই ঘটেছে বলতে হবে।’

এর অনেকক্ষণ পর আবারও মাঠে গড়িয়েছে খেলাটি। তবে ডেনমার্ক জিততে পারেনি তাতে। হেরেছে ১-০ গোলে। তবে যেটা গুরুত্বপূর্ণ ছিল, সেই এরিকসেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন, ফেসটাইমে কলও দিয়েছিলেন দলকে।

এরপর থেকেই ধীরে ধীরে উন্নতি করছিলেন তিনি, এখনো হাসপাতালেই আছেন। ডেনমার্ক দলের এক বিবৃতিতে বলা হয়, ‘তার অবস্থা এখন স্থিতিশীল। পরবর্তী পরীক্ষার জন্য তাকে থাকতে হবে হাসপাতালেই।’

সেখানে আরও বলা হয়, ‘আজ সকালে আমরা ক্রিশ্চিয়ানের সঙ্গে কথা বলেছি। সে তার সতীর্থদেরকে অভিবাদন জানিয়েছে।’

এরিকসেনের এ ঘটনায় পুরো বিশ্ব থেকেই তার জন্য শুভকামনা ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই বিজ্ঞপ্তিতে ভক্ত সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদেরকে ধন্যবাদও জানানো হয়।

এনইউ