কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া/ফাইল ছবি

আজ ভোর রাত থেকে শুরু হচ্ছে ল্যাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা। দুই দিন আগে শুরু হয়েছে ইউরো কাপ। ফুটবলপ্রেমীরা ফুটবল উন্মাদনায় বুদ হয়ে থাকবেন এই ক’দিন। বাংলাদেশ জাতীয় ফুটবলারদের অবশ্য এখনই এই ইউরো ও কোপা নিয়ে উন্মাদনায় মাততে পারছে না। তাদের সামনে এখন ওমান পরীক্ষা। 

বাংলাদেশ জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র অবশ্য কোপা নিয়ে কোনো আগ্রহই নেই, ‘আমি কোপা সেভাবে অনুসরণ করি না। আমার চোখ থাকবে ইউরোতে।’

কোপাতে আর্জেন্টিনার হয়ে মেসি, ব্রাজিলের হয়ে নেইমারের মতো বিশ্বসেরা তারকারা খেলেন। এরপরও কোপার প্রতি অনাসক্ত জেমি, ‘মেসি, নেইমারদের খেলা তো আমি ইউরোপিয়ান লিগেই দেখতে পাই।’ 

ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে মিলে বিশ্বকাপ ফুটবল জিতেছে ৯ বার। এরপরও তিনি লিগের মানদন্ডে ইউরোপকে এগিয়ে রাখলেন, ‘ইউরোপের লিগগুলো সেরা বলেই তো লাতিন ফুটবলাররা এখানে খেলে।’ 

লাতিন ফুটবলাররা জন্মগতভাবে মেধাবী। ল্যাতিন ফুটবলারদের মেধার বিষয়টি স্বীকার করে জেমি বলেন, ‘সেই অঞ্চলে বেশ কয়েকজন মেধাবী ফুটবলার রয়েছে কিন্তু সামগ্রিক বা গ্রুপভিত্তিকভাবে ইউরোপিয়ান পর্যায়ে মেধাবী ফুটবলারই বেশি।’ 

কোচ জেমি ডে কোপায় অনাসক্ত হলেও কোপা নিয়ে বেশ আগ্রহ অধিনায়ক জামাল ভূঁইয়ার, ‘আমি ব্রাজিলের সমর্থক। আমি চাইব ব্রাজিল চ্যাম্পিয়ন হোক।’ চড়াই উৎরাই পেরিয়ে কোপা এবার ব্রাজিলে হচ্ছে। তাই আরো বেশি খুশি জামাল, ‘ব্রাজিল দল হিসেবে এবার ভালোই, এর উপর স্বাগতিক। সব মিলিয়ে আশা করি ব্রাজিল ভালো কিছুই করবে।’ 

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া ছোটবেলায় ডেনমার্কে বেড়ে উঠেছেন। ডেনমার্কে বেড়ে উঠলেও ব্রাজিলের রোনালদো তার সবচেয়ে পছন্দের ফুটবলার। তাই ছোটবেলা থেকেই তিনি ব্রাজিল সমর্থন করে আসছেন। কোপায় জামালের পছন্দ ব্রাজিল আর ইউরোপে ডেনমার্ক। 

এজেড/এনইউ