ছবি : সংগৃহীত

ফাইনালের আগে পর্যন্ত সাইফের নাইজেরিয়ান কেনেথ পাঁচ গোল করে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। তবে শিরোপা লড়াইয়ে তিনি গোল করতে পারেননি। চার গোল করে কেনেথের পেছনেই ছিলেন বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন রাউল অস্কার। তার দেয়া একমাত্র গোলেই বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন এবং তিনি যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। এর সাথে যোগ হয়েছে ম্যান অফ দ্য ফাইনালের পুরস্কারও। 

সব মিলিয়ে আজকের দিনটি নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন। দুটি ট্রফি দুই হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন এভাবে, ‘খুবই আনন্দ লাগছে এভাবে দলকে চ্যাম্পিয়ন করাতে পারলাম। আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি দিন।’ 

মেসির দেশের এই ফুটবলার তার ক্যারিয়ারের এ রকম আর অর্জন নেই বলে জানান, ‘ফরোয়ার্ড হিসেবে গোল করেছি অনেক। কিন্তু একটি দেশের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টে এ রকম স্বীকৃতি নেই। আমার আর্জেন্টিনার বিভিন্ন লিগে অন্যতম সেরা গোলদাতার মধ্যে ছিলাম।’

সুন্দর একটি দিনের মধ্যেও অতৃপ্তির কথা বললেন রাউল, ‘এই মাঠটি ফুটবলের জন্য আদর্শ নয়। মাঠ খুব ছোট। বিশেষ করে ফরোয়ার্ডদের সমস্যা হয়। মাঠ ভালো থাকলে আমি আরো গোল করতে পারতাম।’

১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ১৩ দলের এই লিগে বসুন্ধরা ২৪ ম্যাচ খেলতে পারবে। ওই আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন রাউল, ‘আমি অবশ্যই সর্বোচ্চ গোলদাতা হতে চাই। আমার ক্লাবের ফুটবলাররা অনেক আন্তরিক। তারা আমাকে অনেক সহযোগিতা করে। আশা করি সেই লক্ষ্য পূরণ করতে পারব। ’

টুর্নামেন্টের শুরু থেকে সর্বোচ্চ গোলদাতা থাকা সাইফের নাইজেরিয়ান কেনেথ টুর্নামেন্ট সেরাও হয়েছেন। দল ভালো খেলে টুর্নামেন্ট হারায় তিনি অনেকটা বিষণ্ন। ম্যাচের পর আর প্রতিক্রিয়া প্রকাশ করেননি। 

এজেড/ এমএইচ