ছবি : সংগৃহীত

টুর্নামেন্টের সেরা কোচের আনুষ্ঠানিক কোনো পুরস্কার নেই। সেটা থাকলে সাইফের বেলজিয়ান কোচ পল পুটের হাতে উঠলে অবাক হওয়ার কিছু থাকত না। একটি মাঝারি মানের দলকে পল ফাইনালে তুলেছেন এবং বসুন্ধরার মতো দলের বিরুদ্ধে লড়েছেন সমান তালে।
 
শেষ পর্যন্ত এক গোলে হেরেছে সাইফ স্পোর্টিং। রানার্স আপ ট্রফি নেয়ার পর তেমন অসন্তোষ প্রকাশ করেননি পল, ‘বসুন্ধরাকে অভিনন্দন। তারা আমাদের চেয়ে ভালো দল। এটা আগে থেকেই বলে আসছি। আমরা অবশ্য ম্যাচে বেশি সুযোগ পেয়েছি তাদের তুলনায়। সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো।’  

কাউন্টার অ্যাটাক কৌশলে সেমিফাইনালে সফল হয়েছিলেন পল। ফাইনালে সেই কৌশল পুরোপুরি কাজে আসেনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচে আপনাকে একটি কৌশল নিতেই হবে। সেই কৌশল সব সময় কাজে আসবে এটি প্রত্যাশা করা ঠিক নয়।’ 

ফাইনাল ম্যাচে সাধারণত রেফারিং নিয়ে প্রশ্ন থাকে হেরে যাওয়া দলের কোচের। তবে পল পুট কাউকে কাঠগড়ায় দাঁড় না করালেও মাঠ ও ফিকশ্চার নিয়ে চিন্তিত তিনি, ‘এই মাঠে ফাইনাল খেলা কঠিন। মাঠের আরও পরিচর্যা দরকার ছিল। ম্যাচটি আর এক দিন পর হলে মাঠ আরও সুন্দর থাকতে পারতো। পাশাপাশি দুই দলই বিশ্রাম নিয়ে আরও ভালো খেলা উপহার দিতে পারতো।’

এজেড/এমএইচ