অবিশ্বাস্য কয়েকটি দিন পার করলেন লিওনেল মেসি। যেখানে কাটিয়েছেন নিজের পুরো জীবন, সেই বার্সেলোনাকে ছেড়ে আসতে হয়েছে। যোগ দিতে হয়েছে নতুন ক্লাবেও। কয়েকদিন আগেও এমনটি কেউ বললে বিশ্বাস করা নিশ্চয়ই কঠিন হতে তার জন্যও। 

বার্সেলোনার সঙ্গে তার চুক্তির সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু হুট করে বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবকাঠামোগত বাধ্যবাধকতা। তাতে বার্সেলোনা ছেড়ে আসা নিশ্চিত হয় মেসির। প্রথম কার কাছ থেকে খবরটি শুনেছিলেন আর্জেন্টাইন তারকা? তার অনুভূতিই বা কেমন ছিল?
 
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার রাতে বাবা বাসায় আসলেন। পুরো সন্ধ্যা তিনি লাপোর্তার সঙ্গে আলোচনায় ছিলেন। বাবা ফিরেই আমাকে ব্যাপারটি জানান। শুনে তখন সত্যিই ভেঙে পড়েছিলাম।’

মেসির বার্সেলোনাকে ছেড়ে আসা মানে তো শুধুই একটি ফুটবল দলকে ছেড়ে আসা নয়। এখানেই নিজের পরিবারকে নিয়ে থাকেন তিনি। তিন ছেলের জন্মও বার্সেলোনাতেও। তাদের জানানোটাও খুব কঠিন ব্যাপার ছিল। কীভাবে সেটি করেছেন মেসি?

তিনি বলেন, ‘আমার নিজেকে প্রস্তুত করে নিতে হয়েছে আন্তোনেল্লাকে বলার জন্য। আমরা দুইজন কান্না করেছিলাম এবং সন্তানদেরও বিষয়টা জানাতে হতো। খুব খারাপ লাগছিল। তবে সন্তানদের বলার আগে আমরা দুজন নিজেদের মন ভালো করার চেষ্টা করেছি। ওদেরকে বলার উপযুক্ত একটা উপায় খুঁজছিলাম, কারণ গত ডিসেম্বরেই ওদের বলেছিলাম যে আমরা বার্সেলোনাতেই থাকছি।’

মেসি আরও বলেন, ‘এটা তাদের জন্য কতটা কঠিন হবে, সেটা আমাদের জানা ছিল। বিশেষ করে থিয়াগোর জন্য। তবে কখনও কখনও হয়তো কিছু বিষয় আমরা অনেক বেশি ভাবি, কিন্তু শিশুরা দ্রুতই খাপ খাইয়ে নিতে পারে। তারা এমনভাবে সবকিছু মেনে নিতে পারে, আমরা যা কল্পনাও করতে পারি না।’

এমএইচ