নাটকীয় কয়েকটি দিন পার করলেন লিওনেল মেসি। এবার পালা মাঠে ফেরার। তার আগে বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছিলেন নতুন ক্লাব পিএসজির হয়ে। সেখানে দেখা পেয়েছেন সাবেক সতীর্থ নেইমারের, প্রতিদ্বন্দ্বী রামোসেরও। তারা সবাই যে এখন খেলবেন একই জার্সিতে-

কিলিয়ান এমবাপের সঙ্গে মেসির দেখা
হাসিমুখে মেসি
এমন ছবির কথা কে ভেবেছিল কবে?
তিনি হাসছেন...
পেছনেই আর্জেন্টাইন সতীর্থ পারেদেস
ডি মারিয়া, তিনি তো মেসির পুরোনো বন্ধু!
সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি?