শেখ জামাল ছেড়ে জাতীয় দলের কোচ বিপ্লব
ফাইল ছবি
কাতার ম্যাচ শেষ করেই ব্রিটিশ গোলরক্ষক কোচ লন্ডন ফিরে গেছেন। বাফুফে বিদেশি গোলরক্ষক কোচের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি। দেশি কেউই জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্ব পাবেন সেটা তাই অনুমেয় ছিল। দায়িত্ব পাওয়ার সম্ভাবনাময়দের তালিকায় সবার চেয়ে এগিয়ে ছিলেন সাবেক জাতীয় গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য।
সোমবার বিকেলে বাফুফে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে, জাতীয় দলের গোলরক্ষক কোচ হিসেবে কাজ করবেন বিপ্লব ভট্টাচার্য্য। বিপ্লব উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি এক বছরের জন্য জাতীয় দলের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছি। আমার অনুজদের মান উন্নয়ন ও ভুল ত্রুটি ঠিক করতে আমার সেরাটাই দিব।’
বিজ্ঞাপন
বিপ্লব গত দুই মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলরক্ষক কোচ ছিলেন। ফেডারেশন থেকে নিয়োগ পত্র পাওয়ার পরপরই শেখ জামাল ক্লাবকে না বলে দিয়েছেন তিনি, ‘ফেডারেশন কাপের পরেই ক্লাবকে জানিয়েছি আমি দায়িত্ব পালন করতে পারব না। আসলে আমার ফেডারেশনে নিয়োগপত্র জানুয়ারিতেই। যোগদানটা একটু পরে আর কী।’
বিপ্লবকে পেয়ে খুশি জাতীয় দলের বৃটিশ হেড কোচ জেমি ডে বলেন, ‘বিপ্লব বাংলাদেশের তারকা গোলরক্ষক। সে ইতোমধ্যে গোলকিপিং কোচিং কোর্স করেছে। রানা-জিকোদের সঙ্গে ভালো সম্পর্ক। বিপ্লবের সঙ্গে কাজ করতে আমার ভালোই লাগবে ’।
বিজ্ঞাপন
বিপ্লব বাংলাদেশের ফুটবলের অনেক ঘটনার সাক্ষী। ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসের জয়ের নায়ক তিনি। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ ফুটবলে তিনি ৮ বার বাংলাদেশ দলে ছিলেন। এছাড়া ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপ, লিগ, স্বাধীনতা কাপ সহ নানা প্রতিযোগিতা জয়ের রেকর্ড রয়েছে তার।
এজেড/এমএইচ