ডমিঙ্গোর ভাবনায় তিন বছর পরের বিশ্বকাপ
ছবি : বিসিবি
বাংলাদেশের জন্য ২০১৯ বিশ্বকাপটা ছিল অনেক প্রত্যাশার। সামর্থ্য কিংবা সম্ভাবনা, সবই ছিল। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সটা আর ঠিকঠাক হয়নি। অষ্টম হয়ে বিশ্বকাপ শেষ করতে হয়েছে বাংলাদেশকে। তবে এবার এখন থেকেই ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপ নিয়ে সতর্ক টাইগাররা।
২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে করোনাভাইরাসের কারণে দশ মাসের বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এই সিরিজকে আগামী বিশ্বকাপের পথে প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।
বিজ্ঞাপন
গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিশ্বকাপ এখনও তিন বছর দূরে। তবে আমরা জানি, সময় কত দ্রুত যায়। বিশ্বকাপের পথে এটাই প্রথম পদক্ষেপ। ব্যাটিং পজিশনে এক-দুইটা পরিবর্তন হতে পারে। কেউ কেউ এমন পজিশনে ব্যাট করতে পারে যেখানে এর আগে করেনি। তবে বিশ্বকাপের অন্তত ছয় থেকে আট মাস আগে ব্যাটিং লাইন আপ ঠিক ও থিতু হয়ে যাবে। বিশ্বকাপে যে পজিশনে খেলবে তখন তারা সেই পজিশনে খেলবে।’
পাকাপাকিভাবে দায়িত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রথমবারের মতো অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল। নতুন এই অধিনায়ককে নিয়ে উচ্ছ্বসিত ডমিঙ্গো। এখন পর্যন্ত তার সঙ্গে কাজ করাটা উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ডমিঙ্গো বলেন, ‘আমি এখানে যুক্ত হওয়ার পর তামিম এই প্রথম অধিনায়কত্ব করবে। আমি জানি, ২০১৯ সালে সে দলকে নেতৃত্ব দিয়েছিল। তার সঙ্গে এখন পর্যন্ত কাজ করাটা উপভোগ করছি। সে সব দিকেই খেলায় রাখে। চেষ্টা করছে, সবাই যেন আত্মবিশ্বাসী থাকে এবং স্বচ্ছন্দ বোধ করে। মানসিকভাবে সব খেলোয়াড় যেন ভালো থাকে, এটা নিশ্চিত করতে সে কাজ করছে।’
তামিমের সঙ্গে একত্রে কাজ করা নিয়ে তিনি বলেন, ‘তার সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি, যতটা সম্ভব সহায়তা করব। তার চিন্তা-ভাবনা ঠিক আছে। সে ভালো করতে চায়। তার নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে অনেক কাঁটাছেড়া হয়, এ ব্যাপারে সে সজাগও।’
এমএইচ