রাহবারকে ৩০ মিনিট মাঠে রাখলেন জেমি
কিরগিজস্তানের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খানকে প্রথম একাদশে রেখেছিলেন বাংলাদেশের কোচ জেমি ডে। দেশের ফুটবলপ্রেমীদের আকর্ষণ ছিল কেমন খেলেন রাহবার। আজকের ম্যাচে রাহবারকে মাত্র ত্রিশ মিনিট খেলিয়েছেন কোচ জেমি। প্রথমার্ধেই রাহবারের বদলে মিডফিল্ডার সোহেল রানাকে নামান তিনি।
রাহবারকে বদলের আগেই বাংলাদেশে এক গোল হজম করে। মধ্যমাঠের একটু সামনে থেকে ফ্রি কিক পায় স্বাগতিকরা। ওই ফ্রি কিক থেকে বক্সের মধ্যে হেডে গোল করেন কিরগিজ ফরোয়ার্ড। গোলের কিছুক্ষণ পরেই রাহবারকে উঠিয়ে নেন জেমি।
রাহবার ফরোয়ার্ড পজিশনে আজ তেমন বল পাননি। অফ দ্য বল রানিং, কিছু পাসিং করেছেন। আগের ম্যাচে একটা মুভে কিছুটা ঝলক দেখালেও আজ তেমন কিছু ছিল না। কোচ জেমি অবশ্য বেশি সুযোগ দেননি তাকে।
বিজ্ঞাপন
বিরতির আগে ডিফেন্সের ভুলে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ। আগের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে এই স্কোরলাইনে হেরেছিলেন জামাল ভূঁইয়ারা।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন