ক্রিশ্চিয়ানো রোনালদো বিদায় বলেছেন জুভেন্তাসকে। গত বছর পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে থেকে সিরি’আ শেষ করে জুভেন্তাস। আক্রমণভাগের শক্তি বাড়াতে তারা এভারটন থেকে ধারে উড়িয়ে এনেছে সাড়া জাগানো ইতালিয়ান ফরোয়ার্ড মইস কিনকে। রোনালদোর বিদায় নিশ্চিত হওয়ার পরপরই ২১ বছরের তরুণ কিনের দিকে ঝুঁকে বিয়েঙ্কোনেরিরা।

রোনালদোর বদলি হিসেবে যোগ দিলেও নিজের উপর কোন চাপ অনুভব করছেন না বলে দাবি করেন কিন। তিনি বলেন, ‘রোনালদোর জায়গায় এসেছি বলে আমি কোন চাপ অনুভব করছি না। যে ক্লাবে আমি বেড়ে উঠেছি এবং যারা আমাকে দারুন কিছু মুহূর্ত উপহার দিয়েছে এবার তাদের জন্য আমি কিছু করতে চাই।’

জুভেন্তাস যুব দল থেকে উঠে আসা কিন জুভেন্তাসকে ভালবাসেন দাবি করে বলেন, ‘আমি শুধু খেলতে চাই। জুভেন্তাসের জার্সি আমাকে আমার দায়িত্ব মনে করিয়ে দেয়। সবসময়ই আমার হৃদয়ে ক্লাবটি ছিল। প্রস্তাব আসা মাত্র আমার মনে আর কোন সংশয় ছিল না। আমি নিশ্চিত আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ ওয়ানে খেলা কিন মনে করেন তার অভিজ্ঞতা দিয়ে তিনি দলের কাজে আসবেন, ‘এই বয়সেই ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ ওয়ানে খেলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি অনেক কিছু শিখেছি এবং দলের প্রয়োজনে আমি নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত।’

জুভেন্তাসের দলটিকে বেশ অভিজ্ঞ দাবি করে এই ইতালিয়ান ফরোয়ার্ড বলেন, ‘আমাদের দলটি তরুণ কিন্তু অভিজ্ঞ। আমাদের শুরুটা ভাল হয়নি কিন্তু জুভেন্তাসের লক্ষ্য সবসময় উপরে থাকে। আশা করি এই মৌসুমে আমরা দারুণ কিছু অর্জন করব। রবিবারে এসি মিলানের মুখোমুখি হওয়ার জন্য আমরা প্রস্তুত।’

এখনো তেমন কোন সাফল্যের দেখা না পাওয়া কিন বাদ পড়েছিলেন ইতালির ইউরো স্কোয়াড থেকেও। শৈশবের ক্লাবে ফিরে এসে দলে নিজের যোগ্যতা প্রমাণ করতে এখন মরিয়া তিনি। জুভেন্তাসে নিজের আগের অধ্যায়ে ২১ খেলায় করেছিলেন মাত্র ৮ গোল। 

এআইএ/এনইউ