ছবি : সংগৃহীত

ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় বাজেটের দল বসুন্ধরা কিংসের মাধ্যমে চলমান ফুটবল মৌসুমে দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার বিকেলে বসুন্ধরা কিংসের কোচিং ম্যানেজম্যান্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এসে খেলোয়াড় তালিকা জমা দেয়। 

বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেন, ‘বসুন্ধরা কিংস গত আসরের চেয়ে এবার আরও বেশি শক্তিশালী। আমরা মৌসুমের সব শিরোপা জিততে চাই।’ করোনা ভাইরাসের জন্য গত মৌসুমের সব লোকাল ফুটবলারই বসুন্ধরাতে আসন্ন মৌসুমে খেলবেন। 

এরপরও বেশি শক্তিশালী হওয়ার কারণটি ব্যাখ্যা করলেন স্প্যানিশ কোচ, ‘গত মৌসুমে আমাদের কয়েকজন নতুন ফুটবলার ছিলেন। বিগত চার মাসে তারা আমাদের সাথে অনুশীলন করেছে। ফলে এখন আমাদের দলীয় সমন্বয় আগের চেয়ে অবশ্যই বেশি।’ 

অস্কার ব্রুজন মূলত নিজেদের কয়েক মাসের ধারাবাহিক অনুশীলনকে অন্য দলগুলোর চেয়ে এগিয়ে রাখছেন, ‘আমরা এএফসি কাপের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এএফসি কাপ বাতিল হলেও আমরা সেই প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রেখেছি। সেটাই আমাদের ঘরোয়া ফুটবলে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।’ বসুন্ধরা ও সাইফ স্পোর্টিং ছাড়া অন্য দলগুলো প্রাক মৌসুমে কাঙ্ক্ষিত মাত্রায় প্রস্তুতি নিতে পারেনি। 

আশি-নব্বই দশকের পর বিশ্বকাপে খেলা ফুটবলার বাংলাদেশ লিগে খেলতে এসেছিল। বসুন্ধরা কিংসের সাফল্যের পেছনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেসের অবদান ছিল অনেক। ড্যানিয়েল কলিন্দ্রেস বসুন্ধরা ছেড়ে গেলেও তাকে তেমন মিস করবেন না কোচ অস্কার, ‘ড্যানিয়েল নিঃসন্দেহে ভালো ফুটবলার। কিন্তু আমরা বসুন্ধরা কিংস নির্দিষ্ট কোনো ফুটবলারের উপর নির্ভরশীল নই। আমরা দলগত প্রচেষ্টায় বিশ্বাসী।’ 

এএফসি কাপের জন্য বসুন্ধরা কিংস বিদেশি ফুটবলার এনেছিল। এএফসি হঠাৎ এএফসি কাপ বাতিলের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তে ক্লাবের আর্থিক ক্ষতি হলেও সামগ্রিক অর্থে খুব বেশি খারাপ হয়নি মনে করেন অস্কার, ‘এএফসি কাপে আমাদের শুরুটা দুর্দান্ত ছিল ( টিসি স্পোর্টসের বিরুদ্ধে ৫-১) । এরপর করোনা ধাক্কয় সব শেষ। এএফসি কাপের জন্য আসা ফুটবলারদের আমরা অনুশীলনে রেখেছি। লোকাল ও বিদেশি ফুটবলারদের মধ্যে দারুণ সমন্বয় হয়েছে গত কয়েক মাসে। যা আশা করি অন্য দলগুলোর সঙ্গে পার্থক্য গড়ে দেবে।’ 

বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগের অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল। গত মৌসুমে অসমাপ্ত লিগে ছয় রাউন্ড পর্যন্ত টেবিলে শীর্ষেই ছিল। এছাড়া গত মৌসুমে ফেডারেশন কাপের ট্রফিও জিতেছিল ঘরোয়া ফুটবলে নবাগত দলটি। 

বসুন্ধরা কিংসের পরপরই বাংলাদেশ পুলিশ ক্লাবের ফুটবলারদের রেজিস্ট্রেশন ফরম নিয়ে আসেন ক্লাবের দলনেতা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা শেখ মারুফ হাসান। গত মৌসুমে পুলিশ ফেডারেশন কাপের সেমিফাইনাল খেলেছিল। আসন্ন মৌসুমেও এ রকম কিছু চমক দেখাতে চায় পুলিশ, ‘আমরা এবারও টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই। পাশাপাশি লিগেও একটা সম্মানজনক অবস্থানে থাকবে আশা করি।’ বলেন মারুফ হাসান। 

মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিন। মঙ্গলবারের মধ্যেই সব ক্লাবকে দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।

এজেড/এটি