ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হয়েছে রোববার। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে উত্তরা ফুটবল ক্লাব ১-০ গোলে নোফেল স্পোর্টিংকে হারায়। ৫৫ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন ফুয়াদ আমিন। 

চ্যাম্পিয়নশীপ লিগে এবার ১২টি দল অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়নশিপ লিগে এবার অংশগ্রহণ করছে না টিএন্ডটি ক্লাব। দেশের এক সময়ের ঐতিহ্যবাহী ক্লাবটি শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
 
এবারের চ্যাম্পিয়নশিপ লিগ থেকে চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের শেষে থাকা দুই দল সিনিয়র ডিভিশনে নেমে যাবে।
 
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদি বলেন, ‘আমরা প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নশিপ লিগও সমান গুরুত্ব দিচ্ছি। এই লিগটিকেও আমরা আকর্ষনীয় করতে চাই।’

চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধন করতে এসে প্রিমিয়ার লিগের ফিকশ্চার নিয়ে কথা বলেছেন সালাম মুর্শেদি, ‘জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে কিনা নাকি হোমেই খেলার সুযোগ পাবে এটা মধ্য ফেব্রুয়ারিতে জানা যাবে। আমরা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত লিগের সূচি দিয়েছি। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে আরও দুই-তিন রাউন্ড খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।’

ইতোমধ্যে বাফুফে প্রিমিয়ার লিগের ক্লাবের কাছে পরবর্তী রাউন্ডগুলোর খসড়া সূচি পাঠিয়েছে। জাতীয় দলের ভেন্যু নিশ্চিত হলে সেই সূচি চূড়ান্ত হবে।
 
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে এবার অংশগ্রহণ করছে নোফেল স্পোর্টিং, উত্তরা ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ফর্টিজ ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, অগ্রণী ব্যাংক, ঢাকা ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ইয়ংমেন্স, কাওরানবাজার প্রগতি সংঘ , ঢাকা সিটি ও ওয়ারী ক্লাব। 

এজেড/এমএইচ