অনেক চিঠি চালাচালি, যোগাযোগের পর আজ (শুক্রবার) দুপুরে বাংলাদেশে প্রবেশ করেছেন জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কোচ মওদুদুর রহমান শুভ। তিনি কলকাতা থেকে গতকাল বিকেলে বিমান যোগে আগরতলা পৌঁছান। আজ আগরতলা-আখাউড়া বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। 

বাংলাদেশে প্রবেশ করতে পেরে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শুভ বলেন, ‘বিকেএসপি, হকি ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই আমি বাংলাদেশে প্রবেশ করতে পেরেছি।’

কলকাতা থেকে আগরতলা দিয়ে আসার কারণ সম্পর্কে বলেন, ‘কলকাতা দূতাবাস জানিয়েছিল তারা এনওসি দিতে পারবে না ১৭ মে'র আগে। ঢাকা থেকে আগরতলায় যোগাযোগ করা হয়। আগরতলা দূতাবাস ইতিবাচক সাড়া দেয়ায় বিকেলে বিমান যোগে রওনা হই। সাবেক হকি খেলোয়াড় ফয়াল ভাই অনেকর সঙ্গে যোগাযোগ করেছেন আমার জন্য। আরো অনেকেই যার যার জায়গা থেকে করেছেন। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’

ঈদের দিন দুই দেশে কাটল শুভর। সকালে আগরতলার এক মসজিদে ঈদের নামাজ পড়েন। ঈদের নামাজ পড়েই সীমান্তে রওনা দেন। নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কয়েক ঘন্টা সময় লাগে। বাংলাদেশে পৌঁছে ব্রাহ্মণবাড়িয়ার এক হোটেলে কোয়ারেন্টাইন করছেন শুভ। মে মাসের শেষ সপ্তাহে আবার অনলাইন পরীক্ষা রয়েছে। তাই বিকেএসপি যাওয়ার চেষ্টা তার, ‘ঈদের পর অফিস খুললে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি পত্র পেলে এখানকার পরিবর্তে বিকেএসপি গিয়ে কোয়ারেন্টাইন করতে পারব। বিকেএসপি থেকে আমার পরীক্ষা দিতে সুবিধা হবে।’

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) অধীনে স্পোর্টস ডিপ্লোমা ইন কোচিং কোর্স করতে গত ১৩ এপ্রিল ভারত গিয়েছিলেন বিকেএসপির ৩ কোচ। হকির আরেক কোচ বিপ্লব ও টিটি কোচ তীর্থ ২৬ এপ্রিল সীমান্ত বন্ধের আগেই প্রবেশ করেন। শুভর কোর্স ২ মে শেষ হওয়ায় তিনি আটকে যান। তার কোর্স ছিল পাতিয়ালায়। কোর্স শেষ করে পাতিয়ালা থেকে কলকাতায় আসেন। কলকাতা থেকে গতকাল আগরতলা যান। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছান। 

এজেড/টিআইএস/এটি