২০১৮ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল প্রিমিয়ার বিভাগ হ্যান্ডবল। করোনা ও নানা কারণে গত তিন বছর হ্যান্ডবল লিগ আয়োজন হয়নি। আজ শহীদ ক্যাপ্টেন (অব) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার বিভাগ হ্যান্ডবল লিগ। লিগ হলেও নয় দল দুই গ্রুপে খেলছে। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সরাসরি ফাইনালে।
 
মঙ্গলবার শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনের খেলায় মেনজিস ক্রীড়া চক্র ৩৯-২৮ গোলে সূর্যোদয় ক্রীড়া চক্রকে, জুরাইন জনতা ক্লাব ৪২-২৯ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে এবং ফ্লেইম বয়েজ ক্লাব ২৯-২৩ গোলে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে হারায়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, হান্নান গ্রুপের চেয়ারম্যান সামসুদ্দিন, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, লিগ কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেক উপস্থিত ছিলেন। 

এজেড/এনইআর