চমক থাকছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে
১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। এরইমধ্যে মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ ) চত্বরে পাওয়া যাচ্ছে গেমসের আমেজ। বিওএ ভবন সুসজ্জিত হচ্ছে। গেমসের ব্যানার, ফেস্টুনের পাশাপাশি এবার বিওএ ভবনের সামনে সেটেছে একটি ছোট্ট জায়ান্ট স্ক্রিন। বিওএ ভবনটি গুলিস্তান-মতিঝিল সড়কের উপরে। সেই সড়কের মাঝে বসেছে গেমসের লোগো সংবলিত বিভিন্ন ডিসিপ্লিনের পিক্টোগ্রাফ।
স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গেমসের মূল আকর্ষণ থাকে উদ্বোধনী অনুষ্ঠান। করোনাকাল হলেও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চমক থাকছে বলে জানান শাহেদ রেজা, ‘খুবই সুন্দর ও ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠান হবে। যা কখনো আগে হয়নি, এমন কিছুই হবে। আশা করি সবাই চমক উপভোগ করবে।’
বিজ্ঞাপন
করোনা ভাইরাসের জন্য গত বছর গেমস স্থগিত ছিল। এখন করোনার প্রকোপ চলছে। মুজিব বর্ষ বর্ধিত হওয়ায় করোনার মধ্যেও গেমস আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসিয়েশন। গেমস আয়োজনের পাশাপাশি অংশগ্রহণকারীদের স্বাস্থ্যের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে বিওএ, ‘আমরা ইতোমধ্যে একটি উচ্চ দক্ষতা সম্পন্ন মেডিক্যাল কমিটি করেছে। তারা গেমসের স্বাস্থ্যগত সকল বিষয় নিয়ে কাজ শুরু করেছে। আশা করি ভালো মতোই আমরা গেমস আয়োজন করতে পারব।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গেমস সম্পর্কে বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গেমস সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে সকল সহযোগিতা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।’ বিওএ মহাসচিব শাহেদ রেজাও নিশ্চিত করেছেন গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেমসের মশাল ২৮ মার্চ টুঙ্গিপাড়া থেকে রওনা হবে।
এজেড/এটি
বিজ্ঞাপন