গৃহপরিচারিকাকে নির্যাতন : রিমান্ডে ব্যাংকার ও স্ত্রী
গ্রেপ্তার মিজানুর রহমান বাবুল ও তার স্ত্রী শারমিন রহমান মুন্নি
ময়মনসিংহে শিশু গৃহপরিচারিকাকে (১১) নির্যাতনের ঘটনায় গৃহকর্তা ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান বাবুল ও তার স্ত্রী শারমিন রহমান মুন্নির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল হাই।
বিজ্ঞাপন
সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার বিকেলে গৃহকর্তা ও গৃহকর্ত্রীর সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হয়। সোমবার শুনানিতে তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
ঢাকার তেজগাঁওয়ে ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের বাসায় চার বছর ধরে কাজ করত ময়মনসিংহের নান্দাইল উপজেলার জনৈক প্রতিবন্ধীর মেয়ে।
বিজ্ঞাপন
বাবাকে মেয়ের সঙ্গে দেখা করার সুযোগও দেওয়া হতো না। শেষে শিশুর মা মৃত্যুশয্যায় বলে মেয়েকে ফেরত চাইলে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ডে মেয়েকে বুঝিয়ে দিতে আসেন অগ্রণী ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় নির্যাতনের চিহ্ন দেখে পুলিশকে খবর দিলে ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী শারমিন রহমান মুন্নিকে গ্রেপ্তার করা হয়।
নির্যাতিত শিশুটির চাচা ঢাকা পোস্টকে বলেন, যেভাবে নির্যাতন করা হয়েছে তা বর্বরতাকেও হার মানায়। আমরা চাই দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামান ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ পাওয়ামাত্রই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এদিকে নির্যাতনের শিকার গৃহপরিচারিকার চিকিৎসার ব্যয়ভার গ্রহণের দায়িত্ব নিয়েছেন এসপি মোহা. আহমার উজ্জামান। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গৃহপরিচারিকার বাবার হাতে নগদ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন পুলিশ সুপার।
উবায়দুল হক/এএম