ভুঁইফোড় প্রতিষ্ঠান খুলে চলত চাকরির নামে প্রতারণা
প্রতারক চক্রের এক সদস্য রাজু আহমেদ অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়
কুষ্টিয়া শহরে চাকরি দেওয়ার নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজু আহমেদ (৩৮) ও রেহেনা খাতুন (৫৫) নামের দুই প্রতারককে আটক করেছে র্যাব। এ ছাড়া চাকরিপ্রার্থী ৩০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে কুষ্টিয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২, সিপিসি-১)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার ঝাউতলা এলাকার গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স লিমিটেড নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন গোল্ডেন লাইফ ইনস্যুরেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ ও ডেপুটি ম্যানেজার রেহেনা খাতুন। গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স অফিসটি কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার ঝাউতলা মোড়ে অবস্থিত।
ভুক্তভোগীরা জানান, কুষ্টিয়া শহরের সবুজ হোসেন চাকরি পাওয়ার আশায় ৩০ হাজার টাকা দিয়েছেন প্রায় এক বছর আগে। তাকে চাকরিও দেওয়া হয়নি। টাকাও ফেরত দেওয়া হয়নি। মিরপুর উপজেলার বাবুল হাসান ৫০ হাজার টাকা বেতনে মানুষের সঙ্গে প্রতারণা করার চাকরি পান। কিন্তু চার মাসেও কোনো বেতন পাননি। সদর উপজেলার লাইলী খাতুনও প্রতারণার ফাঁদে পা দিয়ে চাকরি পাননি। সবুজ, লাইলী ও বাবুলের মতো শতাধিক মানুষ তাদের এমন ফাঁদে পা দিয়েছেন।
বিজ্ঞাপন
কুষ্টিয়া সদর উপজেলার সবুজ কুমার দাস (২৪), রিয়াজ খান (২২), লাইলী খাতুন (২৫), সাগরিকা খাতুন (২৫), মিরপুর উপজেলার নাজমুর হোসেন (১৯), মাজেদুল ইসলাম (১৮), বাবুল হাসানসহ (২২) দুই শতাধিক মানুষ চাকরি ও কিস্তিতে টাকা পাওয়ার আশায় প্রতারক চক্রের ফাঁদে পড়ে হয়েছে নিঃস্ব।
ভুক্তভোগীরা বলেন, আসামিরা কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকার মানুষকে চাকরির স্বপ্ন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। ভুঁইফোড় প্রতিষ্ঠান খুলে তারা শত শত মানুষের সঙ্গে প্রতারণা করেছে। বিভিন্ন উপজেলা থেকে কিছুটা পড়াশোনা জানা শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অসচ্ছল তরুণ-তরুণীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের প্রতারণায় পা দিয়ে অনেকে আজ পথে বসেছে। তারা এখন টাকা ফেরত চান এবং তাদের বিচার চান বলে জানান।
এ বিষয়ে র্যাব-১২, সিপিসি-১-এর কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলের দিকে র্যাব-১২, সিপিসি-১-এর একটি দল ‘গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স লিমিটেড' নামের একটি কোম্পানিতে অভিযান চালায়। এ সময় চাকরি দেওয়ার নামে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়। সেখানে চাকরিপ্রার্থী ৩০ জন ভুক্তভোগীকে পাওয়া যায়। অভিযানের সময় আটক রাজু অসুস্থ হয়ে পড়েন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন ভালো আছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, রাজু নামের ওই আসামি এখন ভালো আছেন। তিনি সুস্থ হয়েছেন।
রাজু আহমেদ/এনএ