স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
প্রতীকী ছবি
যশোর শহরের চাঁচড়ায় দাম্পত্যকলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগে উঠেছে। সুলতানা রিনি (৩৫) নামের ওই গৃহবধূকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুমূর্ষু অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সুলতানা রিনি যশোর শহরের চাঁচড়া তেঁতুলতলা এলাকার পিয়াস হোসেনের স্ত্রী। তার লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
বিজ্ঞাপন
নিহতের ভাই গিয়াসউদ্দিন অভিযোগ করেন, ‘পিয়াস একজন মাদকাসক্ত। তিনি প্রায়ই তার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। বৃহস্পতিবার সকালে তার বোন মোবাইল ফোনে তাকে জানায়, ‘পিয়াস আজও তার সঙ্গে ঝগড়া করছে।’ এরপর দুপুরে তিনি জানতে পারেন বোনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে বোনের মরদেহ দেখতে পান। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি অভিযোগ করেন, স্বামী পিয়াস তাকে পিটিয়ে হত্যা করে।’
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. দেলোয়ার হোসেন খান বলেন, পরিবারের দাবি গৃহবধূ সুলতানা রিনিকে মারপিট করে হত্যা করা হয়েছে। ওই গৃহবধূর গলা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের অভিযোগে অভিযুক্ত স্বামী পিয়াসকে আটকের অভিযান অব্যাহত আছে।
জাহিদ হাসান/এমএসআর