টিকা নেওয়ার ভান করে ছবি তুলছেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক সরকার

এবার করোনাভাইরাসের টিকা নেওয়ার ভান করে ছবি তুলে আলোচনার জন্ম দিয়েছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক সরকার।

শুধু ছবি তোলার জন্য টিকা নেওয়ার অভিনয় করেছেন তিনি। টিকা নেওয়ার ভান করে তার তোলা এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যানের এমন কাণ্ডে উপজেলাবাসীর মাঝে টিকা নেওয়ার আগ্রহ হারিয়ে যাবে বলে অভিমত স্থানীয়দের। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে  নিশ্চিত করেছেন চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল কাদের।

৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। দেশের সব উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা।

ওই দিনই চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সরকার। কিন্তু টিকা না নিয়েই অভিনয় করে টিকা নেওয়ার ফটোসেশন করেন চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার। টিকা নেওয়ার অভিনয়ের তার এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।

টিকা না নিয়ে উপজেলা চেয়ারম্যানের ফটোসেশনের সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল কাদের। ঢাকা পোস্টকে তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। ব্যস্ততার কারণে সেদিন টিকা না নিয়ে চলে যান। তবে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে নিবন্ধন করে টিকা নিয়েছেন তিনি।

টিকা না নিয়ে ফটোসেশনের বিষয়ে জানতে চাইলে চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার বলেন, শুনেছি করোনার টিকা নিলে এক ঘণ্টা বিশ্রাম নিতে হয়। সেদিন জরুরি কাজ থাকায় টিকা নিতে পারিনি। এজন্য বৃহস্পতিবার সকালেই করোনার টিকা নিয়েছি। 

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, আমি সেদিন ছুটিতে ছিলাম। পরে ফেসবুকে বিষয়টি দেখলাম। টিকা না নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ফটোসেশন করা ঠিক হয়নি। কেন এমনটি করেছেন; চেয়ারম্যান ভালো জানেন।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমি জানি না। তবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটি খুবই দুঃখজনক। একজন জনপ্রতিনিধির এমন কাজ করা ঠিক হয়নি। এতে মানুষের মাঝে সন্দেহ তৈরি হয়। 

এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ টিকা নেওয়ার ভান করে ছবি তুলে আলোচনার জন্ম দিয়েছিলেন।

শুভ কুমার ঘোষ/এএম