বরিশালে পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করছেন আইজিপি

বরিশাল জেলা পুলিশ সুপারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোমবার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বরিশাল নগরের আলেকান্দা-পলিটেকনিক সড়কে তিনতলা ভবনের উদ্বোধন করেন তিনি। 

আইজিপিকে প্রথমে বিউগলের সুরে আগমনী স্যালুট দেয়া হয়। পরে ভবনের ফলক উন্মোচন ও বেলুন ওড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ড. বেনজীর আহমেদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। তবে তিনি গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র‌্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে। 

এসপি