সিলেটে সবজির দাম কমায় স্বস্তি
সিলেটে কমছে শীতকালীন সবজির দাম
সিলেটে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। বাজারে বেশিরভাগ সবজি দাম গত মাসের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। দাম কমায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। বিক্রেতারা জানিয়েছেন, শীতকালীন সবজির দাম আরও কমবে।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে সিলেট নগরের মদিনা মার্কেট, আম্বরখানা ও রিকাবীবাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, গত মাসে যা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। বাধাকপি কেজিতে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়, গত মাসে যা বিক্রি হয় ৫০ টাকা থেকে ৫৫ টাকায়।
বিজ্ঞাপন
প্রতি কেজি শীম বিক্রি হচ্ছে ৩০ টাকায়, যা গত মাসে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। গত মাসে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুন এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে শালগম বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
এছাড়া কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে বাজারে মুলা ২০ থেকে ২৫ টাকা, বরবটি ৫০ টাকা, কাচামরিচ ৮০ টাকা, শশা ৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ও চিচিঙ্গা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকায়।
বিজ্ঞাপন
আকারভেদে দেশি লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৭০ টাকায়। লালশাক, পালংশাক, ডাটাশাক, মুলাশাক, লাউয়ের পাতা ও ফুল প্রতিআঁটি বিক্রি হচ্ছে ৫ থেকে ১৫ টাকায়। পেঁয়াজপাতা প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
রিকাবীবাজারে সবজি কিনতে আসা ফয়সল আহমদ বলেন, অক্টোবরে আগাম জাতের ফুলকপি ১২০ টাকা কেজিতে কিনতে হয়েছিল। এখন শুধু ৩০ টাকায় পাচ্ছি। এই সবজির স্বাদও ভালো।
সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা তানিম আহমদ বলেন, বাজারে এখন সবজির দাম কমছে। ফলে আমরা শীতের সবজির স্বাদ নিতে পারছি। তবে টমেটোর দাম এখনও বেশি। এটার দামও এই মাসে কমবে বলে আশা করি।
নগরের মদিনা মার্কেট এলাকার ব্যবসায়ী সফিক মিয়া বলেন, পাইকারি ব্যবসায়ীদের ওপর দাম বৃদ্ধি বা কমা নির্ভর করে। পাইকারি বাজারে দাম কমায় আমরা কম দামে বিক্রি করতে পারছি।
একই কথা বলেন আম্বরখানা এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম। তিনি বলেন, সরবরাহ বৃদ্ধি পাওয়াতে পাইকারি বাজারে দাম কমেছে। তাই আমরাও কম দামে বিক্রি করতে পারছি। আগামীতে আরও দাম কমবে।
এদিকে সিলেটের বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। দেশি পেঁয়াজ ৬৫ টাকা, আমদানি করা পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা ও রসুন ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস ৫৪০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা ও ব্রয়লার মুরগি ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লেয়ার ও সোনালি মুরগি পিস প্রতি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায়।
এসআর