তালাকের এক সপ্তাহ পর সাবেক স্ত্রীকে গলাকেটে হত্যা
প্রতীকী ছবি
গাজীপুরের কাশিমপুরে তালাকের এক সপ্তাহ পর সাবেক স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছেন স্বামী। এ ঘটনায় আহত অবস্থায় স্বামীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কাশিমপুর এলাকার সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত হলেন- মোসাম্মৎ মহাসিনা (৩০)। তিনি রংপুরের পীরগাছা থানার সৈয়দপুর এলাকার মজিবুর রহমানের মেয়ে। আহত শরিফুল আলম (৪০) নীলফামারীর রামকলা মৌলভীপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে। তারা জিএমএস কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
বাড়ির মালিকের ছেলে রাজিব হোসেন বলেন, তাদের দুজনের এটা দ্বিতীয় সংসার ছিল। পারিবারিক কলহের জেরে এক সপ্তাহ আগে স্ত্রী মহাসিনা তার স্বামী শরিফুলকে তালাক দেয়। এ ঘটনায় বাড়ির মালিক তাদের দুজনকে আলাদা থাকার কথা বলেন। এক সপ্তাহ ধরে তারা আলাদা ছিল।
বিজ্ঞাপন
সোমবার সকালে সাবেক স্ত্রী মহাসিনা পোশাক কারখানায় যাওয়ার আগে শরিফুল তার বাসায় আসে। এক পর্যায়ে ঘরের মধ্যে দুজনের ঝগড়া হয়। এ সময় ঘরের দরজা বন্ধ ছিল। হঠাৎ ঘরের ভেতর থেকে চিৎকারের শব্দ পায় এক ভাড়াটিয়া। বিষয়টি তারা বাড়ির মালিককে জানায়।
পরে বাড়ির মালিক এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের ঘরের ওপর দিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে স্ত্রীর মরদেহ উদ্ধার এবং স্বামীকে আহত অবস্থায় আটক করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম) জাকির হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করে। তার স্বামীকে আহত অবস্থায় আটক করা হয়।
নিহত এবং আহত দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এসপি