রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ৪ জন, দিনাজপুরের ৩, পঞ্চগড় ও লালমনিহাটের ১ জন করে রয়েছেন। রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৮৩ জন।

একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করে ৩৩৬ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮৭ জন। বিভাগে বর্তমানে শনাক্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৭৯৮ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৬৪ জন। বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪১ দশমিক ৭৩।

শুক্রবার (২৫ জুন) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুন) বিভাগের আট জেলার ৮০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হওয়া ৩৩৬ জনের মধ্যে ঠাকুরগাঁও জেলার ১০১, দিনাজপুরের ৯৫, কুড়িগ্রামের ৩৬, গাইবান্ধার ২৭, রংপুরের ২৩, পঞ্চগড়ের ২১, নীলফামারীর ১৮ ও লালমনিরহাটের ১৫ জন রয়েছেন। একই সময়ে বুড়িমারী ও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ১০ জন ফিরেছেন।

বর্তমানে দিনাজপুুর জেলায় করোনাভাইরাসে ৭ হাজার ৮৯৫ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৭৫ জনে রয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৫১৭ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০৮ জনের। ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৮২১ জন আক্রান্ত ও ৬৯ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৯৫১ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও নীলফামারীতে ১ হাজার ৭৫৩ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৫৭০ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৩৩১ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৯৬০ জন আক্রান্ত ও ২২ জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনার শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভাগে ১ লাখ ৪৮ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৩ হাজার ৭৯৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৩ জনের।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর