প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করত চক্রটি
গ্রেফতার রতন মােহন্ত ও রফিকুল ইসলাম
মানুষকে প্রেমসহ বিভিন্ন সম্পর্কের ফাঁদে ফেলে কৌশলে অপহরণ ও মুক্তিপণ দাবি করা প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ। গ্রেফতাররা হলেন রতন মােহন্ত (৩৪), রফিকুল ইসলাম ওরুফে রফিক বানিয়া (২৯) ও মীরা বেগম ওরফে মিতা (২৪)।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার উত্তর সােনাখুলী গ্রাম থেকে ব্যাসদেব নামে এক যুবককে সম্প্রতি অপহরণ করে চক্রটি। শুক্রবার (২৫ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যন্ড মিডিয়া) ফারুক আহমেদ।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ জুন) সৈয়দপুরের শ্রী ব্যাসদেবকে অপহরণ করে চক্রটি। অপহৃত যুবকের সন্ধান চেয়ে মামা উত্তম চন্দ্র দাসসহ পরিবারের লােকজন কোতোয়ালি থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি অবগত করেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় সৈয়দপুর থানায় অভিযোগ থানায় করা হয়। পরে সেখান থেকে আসামিরা রংপুরে অবস্থান করছেন বলে জানানো হয়। অভিযোগ পেয়ে রাতেই রংপুর নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে নগরের সাতগাড়া মিস্ত্রিপাড়ার মর্তুজা নামে এক ব্যক্তির বহুতল ভবনের নিচতলা থেকে অপহরণের শিকার যুবককে উদ্ধার করা হয়।
অসুস্থ থাকায় অপহৃতকে দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে বেশি কিছু আলামত জব্দ করা হয়।
বিজ্ঞাপন
সহকারী কমিশনার ফারুক আহমেদ আরও জানান, গ্রেফতার আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা সহজ-সরল মানুষকে টার্গেট করে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করে। পরে দেখা করার কথা বলে ডেকে নিয়ে কৌশলে আটকে রেখে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর