সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন

নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে বাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সরদার আলমগীর হোসেন পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি।

লিখিত বক্তব্যে সরদার আলমগীর বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক ও শেখ হাসিনার কর্মী। আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় নিশ্চিত করতে নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করছি। 

এর আগে নির্বাচনী সহিংসতার অভিযোগে ২০ জানুয়ারি সরদার আলমগীরসহ ৬০ জনের নামে মামলা করেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আনজুমান আরা। নির্বাচনী মনোনয়ন প্রত্যাহার না করায় আ.লীগ থেকে তাকে বহিষ্কারও করে দলীয় ফোরাম। 

আগামী ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এই প্রার্থী। নির্বাচনে আ.লীগের প্রার্থী ছাড়াও বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সরদার আলমগীর হোসেন বলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সম্মানে ও জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আমি নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং সকলকে নৌকা প্রতীকের হয়ে কাজ করার আহ্বান জানাই। 

তিনি আরও বলেন, দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সৌন্দর্য। নড়াইল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিশ্চয় সফল হবে, নৌকার বিজয় হবে।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগ নেতা বাবুল সাহা, সৌমেন চন্দ্র বসু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা যুব মহিলা লীগ নেত্রী সঞ্চিতা হক রিক্তা, যুবলীগ নেতা সালাউদ্দিন নান্না, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধনসহ অনেকে। 

আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে নড়াইল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুজয় বিশ্বাস/এসপি