মুন্সিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৩ জনের বিরুদ্ধে মামলা
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বিদগাঁও গ্রামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে টঙ্গীবাড়ী থানায় ২ গ্রাম্য মাতবরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার দুর্গম চরাঞ্চলের বিদগাঁও গ্রামের ওই প্রতিবন্ধীকে (২৩) বাড়িতে না পেয়ে তার পরিবার তাকে খোঁজ করেছিল। এ সময় একই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি প্রতিবন্ধীর বাড়ির পাশে দেখেন, গ্রামের এক তরুণ প্রতিবন্ধীকে জোর করে ধর্ষণ করেন। এ সময় ধর্ষক পালিয়ে যান। পরে ভুক্তভোগীর বাবা ও তার বোন তাকে উদ্ধার করে একই এলাকার আজিজুল মৃধার কাছে গিয়ে জানান যে তার ছেলে রাসেল মৃধা (১৮) তাকে জোর করে ধর্ষণ করেন।
বিজ্ঞাপন
আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে। ধর্ষক ও মাতবররা গ্রাম ছেড়ে পালিয়েছে। এই ঘৃণ্য ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে
হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আরও জানা যায়, এ ঘটনায় প্রতিবন্ধীকে বাবা নুরু শিকদার ও তার বোন পরের দিন সকালে মামলা করার জন্য টঙ্গীবাড়ী থানার উদ্দেশে রওনা হলে স্থানীয় গ্রাম্য মাতবর হারুন জমাদ্দার (৬০) ও মজিবুর মৃধা (৪০) তাদের বিচারের আশ্বাস দেন। কিন্তু ঘটনার ১০ দিন পার হলেও যখন বিচার পাননি, তখন তারা জানতে পারেন, মাতবররা ধর্ষকের কাছ থেকে উৎকোচ গ্রহণ করেন। এরপর মাতবররা পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।
বিজ্ঞাপন
টঙ্গীবাড়ী থানার পুলিশ বিষয়টি জানার পর প্রতিবন্ধী ও তার বাবাকে থানায় নিয়ে আসে। তার বাবা বাদী হয়ে রাসেল মৃধা ও গ্রাম্য মাতবর হারুন জমাদার ও মজিবর মৃধার নামে মামলা করেন। মামলার পর থেকে রাসেল মৃধা, হারুন জমাদার ও মজিবর মৃধা পলাতক রয়েছেন।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে। ধর্ষক ও মাতবররা গ্রাম ছেড়ে পালিয়েছে। এই ঘৃণ্য ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এনএ