আঞ্জুমান আরা ও ওয়াহিদুজ্জামান হীরা

নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের আঞ্জুমান আরা ১৯ হাজার ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ৪ হাজার ৪৬৪ ভোট। 

এদিকে, কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের মো.ওয়াহিদুজ্জামান হীরা ১২ হাজার ২২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির স.ম ওয়াহিদুজ্জামান মিলু পেয়েছেন ৬০৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন পেয়েছেন ১৪৮ ভোট।
 
উল্লেখ্য, শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নড়াইল ও কালিয়া দুই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নড়াইল পৌরসভায় মোট ১৪টি কেন্দ্র এবং কালিয়াতে ৯টি কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করেছেন। নড়াইল পৌরসভায় ৩৪ হাজার ৩১৩ এবং কালিয়া পৌরসভায় ১৬ হাজার ৩৮৩ ভোটার রয়েছেন।

সুজয় বিশ্বাস/এসপি