খুলনায় পাটকল চালুর দাবিতে বিক্ষোভ
রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ
খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও বদলি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেরে নগরীর খালিশপুরে পাটকল-রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র জনতা ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিকেল ৪টায় প্লাটিনাম জুটমিল গেট থেকে মিছিলটি শুরু হয়ে নতুন রাস্তা মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করে।
পাটকল-রক্ষায় শ্রমিক- কৃষক-ছাত্র জনতা ঐক্য পরিষদের সভাপতি রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, খুলনাসহ দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করা হয়েছে জুলাই মাসে। ৭ মাস অতিবাহিত হয়েছে। অথচ এখনও পর্যন্ত মিল চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। একইসঙ্গে পাটকলগুলোর বদলি ও অস্থায়ী শ্রমিকদের বকেয়া এরিয়ার টাকা এখনও পরিশোধ করা হয়নি। শ্রমিকরা চরম আর্থিককষ্টে ভুগছেন। অবিলম্বে সকল বন্ধ পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু এবং বদলি ও অস্থায়ী শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেল ৪টায় খালিশপুর প্লাটিনাম জুটমিল গেটের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি ক্রিসেন্ট, খালিশপুর জুট মিলের সামনে দিয়ে বিআইডিসি সড়ক হয়ে নতুন রাস্তা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান ও সমাবেশ করা হয়।
এদিকে নতুন রাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে পাটকল-রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র জনতা ঐক্য পরিষদের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে বক্তৃতা করেন দিঘলিয়ার স্টার জুট মিলের বদলি শ্রমিক আব্দুর রাজ্জাক, প্লাটিনাম জুট মিলের আল আমিন, ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক সাহেদ, খালিশপুর জুট মিলের মনির হোসেন, আলমগীর হোসেন, যশোর জুট ইন্ডাস্ট্রির শ্যামল প্রমুখ।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/এমএসআর