৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি: ১১ বছর বয়সের শর্ত স্থগিত
হাইকোর্টের সংগৃহীত ছবি
‘৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে ১১ বছরের বেশি বয়স হতে হবে’ সরকারের এমন সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে এখন থেকে ১০ বছর বয়সের শিক্ষার্থীরাও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা। একইসঙ্গে ষষ্ঠ শ্রেণিতে অনলাইনে ভর্তির কার্যক্রম আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
১০ বছর বয়সী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিয়ে অনলাইন আবেদন সংশোধন করারও নির্দেশনা দিয়েছেন আদালত।
এর আগে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে বয়সের বিষয়ে সরকারের সিদ্ধান্তের বিপক্ষে রিট আবেদন করেন মুন্সিগঞ্জের এক শিক্ষার্থীর অভিভাবক। তার নাম মিজানুর রহমান।
বিজ্ঞাপন
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক।
৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় গত ২৭ ডিসেম্বর শেষ হয়েছিল। ভর্তির অনলাইন আবেদনের সময় আরও সাত দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এমএইচডি/এইচকে