পার্লামেন্টে ধর্ষণের শিকার উপদেষ্টার কাছে মরিসনের ক্ষমাপ্রার্থনা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
পার্লামেন্টে ধর্ষণের শিকার সাবেক এক নারী উপদেষ্টার কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ওই নারী উপদেষ্টা পার্লামেন্টের ভেতরে এক মন্ত্রীর অফিসে সিনিয়র সহকর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেছেন।
২৬ বছর বয়সী ওই নারী উপদেষ্টার নাম ব্রিটানি হিগিনস। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা।
বিজ্ঞাপন
সোমবার দেওয়া ওই সাক্ষাৎকারে হিগিনস বলেন, ২০১৯ সালে পার্লামেন্টের ভেতরে এক মন্ত্রীর অফিস কক্ষে সিনিয়র এক সহকর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। এই ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে খুব অল্প সহযোগিতাই পেয়েছিলেন তিনি এবং একপর্যায়ে তিনি নিজের চাকরি নিয়েও আতঙ্কিত ছিলেন।
এদিকে সাক্ষাৎকারে ব্রিটানি হিগিনসের এই গুরুতর অভিযোগের পর অস্ট্রেলিয়াজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর হিগিনসের কাছে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এমনকি ধর্ষণের শিকার হওয়ার পর সাবেক এই নারী উপদেষ্টার প্রতি অসহযোগিতামূলক আচরণের কারণে দুঃখপ্রকাশও করেছেন তিনি। এছাড়া ধর্ষণের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, পার্লামেন্টের ভেতরে সাবেক নারী উপদেষ্টার ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে তিনি ‘ব্যথায় ছিন্নভিন্ন’ হয়ে গেছেন। এছাড়া পার্লামেন্টের ভেতরের পরিবেশ এবং নিয়মকানুন-প্রথা নতুন করে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী ক্যানবেরায় বলেন, ‘আমি আশা করি ব্রিটানির এই অভিযোগ আমাদের সকলের জন্য সতর্কবার্তা এবং একইসঙ্গে জেগে ওঠার আহ্বানও বটে।’
সূত্র: বিবিসি
টিএম