শীতে কুয়াশার কারণে স্বাভাবিক দৃষ্টিসীমা কমে যায়। ফলে প্রতিনিয়তই মৃত্যুসহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ প্রতিবন্ধকতা মোকাবিলায় ভারতীয় রেলওয়ে কুয়াশাচ্ছান্ন অবস্থায় নিরাপদে চলাচলের জন্য ট্রেনে ‘ফগ সেন্সর’ যন্ত্র স্থাপন করেছে। 

এই যন্ত্র ড্রাইভারকে কুয়াশার কারণে স্বল্প দৃষ্টিসীমায় নিরাপদ চলাচলে সহায়তা করবে।

ভারতের নর্দান রেলওয়ে মহাব্যবস্থাপক আশুতোষ গাঙ্গাল কুয়াশাকালীন পদ্ধতির বিষয়ে বলেন, ট্রেনের কয়েকটি বিভাগ কুয়াশাকালীন অবস্থা নিয়ে কাজ করছে। দৃষ্টিসীমা নিয়ে স্টেশনে পরীক্ষা করা হয়। স্টেশন মাস্টার দৃষ্টিসীমা যথাযথ না থাকলে তা জানিয়ে দেন। একটি নির্দিষ্ট দূরত্বে কোনো বস্তু দৃশ্যমান হওয়ার পর কুয়াশা পরিস্থিতি প্রত্যাহার করা হয়।

তিনি আরো বলেন, নির্দিষ্ট বস্তুটি ১৮০ মিটার দূরে রাখা হয়। যদি সেটা স্টেশন মাস্টার বা স্টেশন পরিচালকের দৃষ্টিসীমার বাইরে থাকে তখন কুয়াশাচ্ছন্ন বলে ধরে নেওয়া হয়। আবার দৃষ্টিসীমার ভেতরে এলে তা কুয়াশাচ্ছন্ন নয় বলে ধরে নেওয়া হয়।

আশুতোষ আরো বলেন, রেলওয়ে বিভাগ সব রেলস্টেশনে ‍দৃষ্টিসীমা পরীক্ষার যন্ত্র স্থাপন করেছে। অনেক সময় রেল চালকরা এই সংকেত দেখতে ভুল করেন। তাই এ সমস্যা সমাধানে ‘ফগ সেন্সর’ যন্ত্রগুলো ট্রেনে স্থাপন করা হয়েছে; যাতে রেল কর্মীরা সিগনাল দেখা না গেলে সিগনাল অবস্থানের ব্যাপারে সচেতন হতে পারেন। এই বার্তা না পাওয়া পর্যন্ত চালকদের গতি নিয়ন্ত্রণ করে চলতে হয়।

ওএফ