উগান্ডায় নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তে আলবার্ট নামক হ্রদে নৌকাডুবিতে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। শনিবারের এক অনলাইন প্রতিবেদনে এ দুর্ঘটনার খবর জানিয়েছে বিবিসি।
স্থানীয় কর্মকর্তা আশরাফ ওরোমো জানিয়েছেন, প্রবল ঝোড়ো বাতাসের কারণে যাত্রাীবাহী নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকাটিতে কয়েক ডজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
আশরাফ ওরোমো আরও জানান, উদ্ধারকর্মীরা আর কোনো যাত্রীকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন। যদিও সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বার্তা সংস্থা এএফপি এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, বুধবার ঝোড়ো বাতাসের কবলে পড়ে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। বেঁচে যাওয়া এক যাত্রী জানান, নৌকাটিতে কঙ্গো এবং উগান্ডা উভয় দেশেরই নাগরিকরা ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয় নৌ-কর্মকর্তা স্যামুয়েল ওনিয়াঙ্গো জানিয়েছেন, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং দ্রুত বাতাসের গতিবেগ পরিবর্তনের কারণে আলবার্ট হ্রদে প্রায়ই এ রকম নৌকাডুবির মতো দুর্ঘটনা ঘটে।
আরেক কর্মকর্তা জানান, করোনার বিধিনিষেধ অমান্য করে নৌকায় করে ভুক্তভোগীদের অনেকেই অবৈধভাবে কঙ্গোয় ফেরার চেষ্টা করেছিলেন।
আফ্রিকার সপ্তম বৃহত্তম হ্রদ আলবার্টে এর আগেও নৌকাডুবিতে বহু মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ২০১৪ সালে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করার কারণে নৌকাডুবে আড়াইশ’র বেশি শরণার্থীর মৃত্যু হয়।
এ ছাড়া ২০১৬ সালে বড়দিনের সময় হ্রদটিতে উগান্ডার ফুটবল দলের ৩০ সদস্যসহ একটি নৌকা ডুবে যায়।
এএস