মরক্কোর বাদশাকে ইসরায়েল সফরের আমন্ত্রণ নেতানিয়াহুর
ফোনালাপে পরস্পরকে অভিনন্দন জানান নেতানিয়াহু ও ষষ্ঠ মোহাম্মদ
মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (২৫ ডিসেম্বর) মরক্কোর বাদশার সঙ্গে টেলিফোন আলাপে এই আমন্ত্রণ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। শুক্রবার নেতানিয়াহুর দফতরের বরাত দিয়ে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের প্রতিনিধি রাজধানী রাবাতে মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর করার তিন দিন পর উভয় দেশের নেতা এ ফোনালাপ করেন। সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির পরই গত মঙ্গলবার ইসরায়েল ও মরক্কোর মধ্যে আরও চারটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বিজ্ঞাপন
ইসরায়েল ও মরক্কোর মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল, পানি ব্যবস্থাপনা, অর্থনৈতিক যোগাযোগ ও কূটনীতিকদের মধ্যে ভিসামুক্ত চলাচলের সুবিধা ইস্যুতে এসব চুক্তি স্বাক্ষর করে দেশ দু’টি।
ফোনালাপের পর শুক্রবার নেতানিয়াহুর দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, দু’দেশের মধ্যে ফের সম্পর্ক স্থাপন করার বিষয়ে পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহু ও ষষ্ঠ মোহাম্মদ। একইসঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া ও মেকানিজম নির্ধারণ করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
বিজ্ঞাপন
ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে এ বছর সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মরক্কো হচ্ছে তৃতীয় আরব দেশ। এদিকে সুদানও একই পথ অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতিতে আরও বলা হয়, ‘উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ’ ফোনালাপ চলার সময় মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মাদকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান নেতানিয়াহু।
এদিকে মরক্কোর রাজকীয় মন্ত্রিসভার (রয়্যাল কেবিনেট) বিবৃতিতে শুক্রবারের ফোনালাপের কথা নিশ্চিত করা হলেও ইসরায়েল সফরে নেতানিয়াহুর আমন্ত্রণের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে মরক্কান বশোদ্ভূত ইহুদি সম্প্রদায় এবং মরক্কোর রাজপরিবারের মধ্যে শক্তিশালী ও ঘনিষ্ট সম্পর্কের কথা উল্লেখ করে বাদশা ষষ্ঠ মোহাম্মদ বলেন, ফিলিস্তিন প্রশ্নে নিজের অবস্থানে অবিচল ও অপরিবর্তিত থাকবে রাবাত।
সূত্র: আলজাজিরা
টিএম