ইথিওপিয়ার গ্রামে হামলায় নিহত বেড়ে ২০৭
ইথিওপিয়ার পশ্চিমের বেনিশানুল-গুমুজ অঞ্চলের এক গ্রামে ঘুমন্ত গ্রামবাসীর বাড়িঘরে আগুন, গুলি ও ছুরিকাঘাতের মাধ্যমে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭ হয়েছে বলে জানিয়েছে রেডক্রস।
দেশটিতে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের একজন স্বেচ্ছাসেবীর বরাত দিয়ে শনিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
গত বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে বেনিশানুল-গুমুজ বেকোজি গ্রামের অজ্ঞাত বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয় বলে ওইদিন নিশ্চিত করে দেশটির মানবাধিকার কমিশন।
দেশটির নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ ঘুমন্ত গ্রামবাসীর ওপর ওই হামলাকে ‘গণহত্যা’ অ্যাখ্যা দেন। পরদিনই তিনি সেখানে সেনা মোতায়েন করেন। সেনারা গণহত্যায় জড়িত সন্দেহে ৪২ জনকে হত্যা করে।
বিজ্ঞাপন
রেডক্রস স্বেচ্ছাসেবী মেলেসি মেসফিন শুক্রবার (২৫ ডিসেম্বর) রয়টার্সকে জানান, ওই হামলায় নিহত হয়েছেন এমন ২০৭ জনকে গত বৃহস্পতিবার সমাহিত করেছেন তারা।
এদিকে বুলেন প্রদেশের মুখপাত্র কাসাহু আদিসু বলেন, এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ সংঘাতে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তবে কারা, কেন এই হামলা চালিয়েছে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
ইথিওপিয়ার জাতিগত সংঘাতপূর্ণ অঞ্চলে বুধবারের হামলাটি ছিল সর্বশেষ মারাত্মক হামলা। যে এলাকায় এই হামলা হয়, সেখানে একাধিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
হামলাকারীরা জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালিয়েছে বলে মনে করছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এসআরএস/এএস