ইসরায়েলের সেনাবাহিনী অবরুদ্ধ গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে দুইজন আহত ও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফিলিস্তিনি গণমাধ্যম উল্লেখ করেছে।

ফিলিস্তিনের সরকারি গণমাধ্যম ওয়াফা জানিয়েছে, গাজার পূর্ব, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরাইলি সেনারা ফসলি জমিতেও হামলা চালায়। এসময় ছয় বছর বয়সী এক মেয়ে ও আনুমানিক ২০ বছর বয়সী এক যুবক আহত হয়েছেন।

ইসরায়েলি হামলার কারণে গাজার পূর্বাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও একটি শিশু হাসপাতাল, প্রতিবন্ধীদের কেন্দ্র ও আবাসিক এলাকার দরজা-জানালা ক্ষতিগ্রস্থ হয়েছে।

যদিও ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচে আদ্রেই টুইটারে জানান, তারা গাজায় হামাসের একটি রকেট উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছেন। গাজা থেকে রকেট হামলার জবাব হিসেবে এই হামলা চালানো হয় বলে জানান তিনি।

ইসরায়েলি সেনাবাহিনীর মতে, গত শুক্রবার গাজা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়। যা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ঠেকিয়ে দেয়।

যদিও গাজার কোনো পক্ষ রকেট হামলার দায় স্বীকার করেনি। কিন্তু ইসরায়েল হামলার জন্য হামাসকে দায়ী করেছে।

উল্লেখ্য, গত ২০০৭ সাল থেকে ইসরাইল কতৃক গাজা উপত্যকা অবরুদ্ধ করে রাখা হয়েছে।

গত সেপ্টেম্বরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি হয়েছিল। যদিও হামলা এখনো চলমান। এই চুক্তির পর ইসরায়েল সেখানে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয় যার মধ্যে একটি শিল্পাঞ্চল ও হাসপাতাল রয়েছে।  

ওএফ