ষাটোর্ধ্বদের জন্য টিকার অনুমোদন দিল রাশিয়া
ষাটোর্ধ্ব মানুষের জন্য নিজেদের তৈরি মহামারি কোভিড-১৯ টিকা ‘স্পুটনিক-৫’ ব্যবহারের অনুমোদন দিয়েছে রাশিয়া। শনিবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অনুমোদন দেয়।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থায় এই খবর জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া কোভিড-১৯ টিকার অনুমোদন দেয় রাশিয়া। দেশটিতে মহামারি কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হলেও এতদিন ষাট বছরের বেশি বয়সী মানুষরা এর আওতার বাইরে ছিলেন।
শুধু ষাটোর্ধ্ব মানুষের ক্ষেত্রে টিকার প্রয়োগ শুরুর জন্য পৃথকভাবে পরীক্ষা চালিয়ে দেখা হচ্ছিল। সেই পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসর পর এই বয়সীদের টিকা দেওয়া শুরুর অনুমোদন দিল দেশটির কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এএস