করোনা কেড়েছে ৬শ সাংবাদিকের প্রাণ, ষষ্ঠ বাংলাদেশ
সদ্যসমাপ্ত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ মাসে সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ৬০২ জন সাংবাদিক মারা গেছেন। এই সময়ে গড়ে প্রতি মাসে ৬০জন বা প্রতি দিনে দু’জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি সাংবাদিক মারা যাওয়া দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। জেনেভাভিত্তিক সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) মঙ্গলবার বিশ্বজুড়ে করোনা মহামারিতে মৃত সাংবাদিকদের এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে এতো সংখ্যক সাংবাদিক মারা গেলেও সময় মতো কিছু পদক্ষেপ নিলে এই মৃত্যুগুলো হয়তো ঠেকানো যেত। তাই করোনায় মারা যাওয়া সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। তাছাড়া অগ্রাধিকার ভিত্তিতে সাংবাদিকদের করোনা টিকা দেওয়ারও দাবি জানায় তারা।
পিইসি’র মহাসচিব ব্লেইজ লেমপেন বলেন, রিপোর্টার, ফ্রিল্যান্সার ও ফটো সাংবাদিকরা বাড়িতে বসে কাজ করতে পারেন না। পেশাগত কারণে করোনাকালীন সময়েও তাদেরকে বাইরে কাজে যেতে হচ্ছে। আর এই কারণে ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে বড় ধরনের ঝুঁকিতে রয়েছেন তারা।
বিজ্ঞাপন
পিইসি’র দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় মৃত সাংবাদিকদের অর্ধেকেরই বেশি মারা গেছেন লাতিন আমেরিকার দেশগুলোতে (৩০৩)। এর মধ্যে পেরুতে ৯৩ জন, ব্রাজিলে ৫৫ জন এবং ইকুয়েডরে মারা গেছেন ৪২ জন।
অন্য দেশগুলোর মধ্যে রয়েছে- ভারতে ৫৩, মেক্সিকোতে ৪৫, বাংলাদেশে ৪১, ইতালিতে ৩৭, যুক্তরাষ্ট্রে ৩১, পাকিস্তানে ২২, তুরস্কে ১৭ ও যুক্তরাজ্যে ১৩ জন।
বিভিন্ন উৎস থেকে নেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে পিইসি বলছে, বাস্তবে করোনায় আক্রান্ত হয়ে হয়তো আরও অনেক বেশি সাংবাদিক মারা গেছেন। মৃত্যুর বিষয়টি যথাযথভাবে নথিভুক্ত না করায় তালিকায় বাস্তব সংখ্যাটা পুরোপুরি উঠে আসেনি।
২০০৪ সালে প্রতিষ্ঠিত জেনেভাভিত্তিক সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইনের (পিইসি) প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী সাংবাদিকদের নিরাপত্তামানের উন্নয়ন নিশ্চিত করা।
টিএম