ডেমোক্র্যাটদলীয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে (২০ জানুয়ারি) অংশ নেবেন রিপাবলিকানদলীয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

জর্জ ডব্লিউ বুশের চিফ অব স্টাফ ফ্রেডি ফোর্ড মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ ওয়াশিংটনে বাইডেন-হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

তিনি টুইটে লিখেছেন, ‘সবশেষ ট্রাম্পসহ এ নিয়ে অষ্টমবার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার রদবদল প্রত্যক্ষ করেছেন তারা— যা আমাদের গণতন্ত্রের হলমার্ক হিসেবে বিবেচিত।’  

ট্রাম্প এখনও কাছে পরাজয় স্বীকার করেননি। এতে শান্তিপূর্ণভাবে ক্ষমতার রদবদল হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট বুশ এমন কথা জানালেন।  

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টদের মধ্যে শুধু জর্জ ডব্লিউ বুশ এখনও বেঁচে আছেন। তিনি এমন সময়ে এই ঘোষণা দিলেন, যখন ভোটের ফল পাল্টে দেওয়ার জন্য মরিয়া হয়ে অপচেষ্টা চালাচ্ছেন তারই উত্তরসূরি ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে নিজের পরাজয় অস্বীকার করলেও নির্বাচনের পাঁচদিন পর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ডেমোক্র্যাট বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণা করার দিনই বুশ তাকে ‘উষ্ণ অভিনন্দন’ জানান।  
  
এদিকে বুধবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কংগ্রেসের একটি যৌথ অধিবেশনের সভাপতিত্ব করবেন, যেখানে ইলেকটোরাল কলেজের ভোট যাচাইয়ের পর বাইডেনকে হোয়াইট হাউসের বিজয়ী হিসাবে নিশ্চিত করা হবে।

এএস