ট্রাম্পকে গ্রেপ্তারে ইন্টারপোলকে ইরানের চিঠি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ জনকে গ্রেপ্তারের সহযোগিতা চেয়ে তাদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ করেছে ইরান সরকার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী ইরানের বিচার বিভাগের মুখপাত্র ঘোলাম হোসেন ইসমাইলি মঙ্গলবার সংবাদ সম্মেলনে করে এমন কথা জানান।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, গত বছর জেনারেল সোলেইমানি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাম্প ছাড়াও যুক্তরাষ্ট্রের ৪৭ নাগরিককে গ্রেপ্তারের জন্য ইন্টারপোল কর্তৃপক্ষকে অনুরোধ করেছে ইরান।
সাংবাদিকদের ইসমাইলি বলেন, ‘যারা এই হত্যার নির্দেশদাতা এবং যাদের মাধ্যমে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে, তাদের গ্রেপ্তার করা কিংবা তাদের শাস্তি নিশ্চিত করার বিষয়টিতে ইরান বদ্ধপরিকর।’
বিজ্ঞাপন
২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সহযোগীসহ প্রাণ হারান ইরানের এলিট ফোর্স আইআরজিসির প্রধান জেনারেল কাশেম সোলেইমানি। তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প ও মার্কিন বেশ কয়েকজন কর্মকর্তার ইন্টারপোলের সহায়তা চেয়ে এমন আবেদন আগেও করেছিল ইরান। গত জুনে ট্রাম্পসহ বেশ কিছু মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ‘হত্যা ও সন্ত্রাসবাদের’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরান।
এএস