মাত্র ৭ দিনেই ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন
মাত্র সাত দিন হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। এর মধ্যেই জারি করেছেন অনেক নির্বাহী আদেশ, পাল্টে দিয়েছেন ট্রাম্পের অনেক নীতিও। এর ফলও বাইডেন পেয়েছেন হাতে হাতেই। প্রেসিডেন্ট হিসেবে তার নেওয়া সিদ্ধান্তে মানুষের সম্মতির হারে ট্রাম্পের চার বছরের তুলনায় মাত্র সাত দিনেই অনেক এগিয়ে রয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, বাইডেনের প্রথম সাত দিনের কর্মকাণ্ডে সম্মতি দিয়েছেন দেশটির ৫৪ শতাংশ মানুষ। আর ৩০ শতাংশ মানুষ সম্মতি দেননি।
বিজ্ঞাপন
এই রেটিংয়ে ট্রাম্প অবশ্য তার পুরো মেয়াদকালে ৪০ শতাংশের নিচেই ছিলেন। আর জানুয়ারির ২০ তারিখে হোয়াইট হাউস ছেড়ে দেওয়ার সময় গ্যালাপ জরিপে ট্রাম্পের এই রেটিং ছিল মাত্র ৩৪ শতাংশ। কম রেটিংয়ের দিক থেকে যা রেকর্ড।
বিজ্ঞাপন
সোমবার মর্নিং কনসাল্ট প্রকাশিত অন্য এক জরিপে বাইডেনের অ্যাপ্রুভাল রেট বলা হয় ৫৬ শতাংশ। এছাড়া হিল-হ্যারিসএক্স প্রকাশিত অন্য আরেকটি জরিপের ফলাফলেও বাইডেনের কর্মকাণ্ডে ৬৩ শতাংশ মানুষ সম্মতি দিয়েছেন বলে দেখা যায়। এটিও সোমবার প্রকাশিত হয়।
এদিকে বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট এই প্রেসিডেন্টের শক্ত অবস্থান দেখা গেলেও এসব ফলাফলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মেরুকরণও দেখা যাচ্ছে।
মনমাউথ বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী, বাইডেনের সাত দিনের কর্মকাণ্ডে সম্মতি দিয়েছেন জরিপে অংশগ্রহণকারী ৯০ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক। তবে বিস্ময়ের ব্যাপার হলো- জরিপে মাত্র ৪৭ শতাংশ মানুষ বাইডেনের কাজে সম্মতি দিয়েছেন, তারা কেউই ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের সমর্থন করেন না। আর রিপাবলিকানদের মধ্যে বাইডেনের প্রতি এই সম্মতির হার মাত্র ১৫ শতাংশ।
মনমাউথ ইউনিভার্সিটি পোলিং ইনস্টিটিউটের ডিরেক্টর প্যাট্রিক মুরে বলেন, ‘সার্বিকভাবে ট্রাম্পের চেয়ে বাইডেনের প্রতি মানুষের সমর্থন ও শুভেচ্ছা বেশি রয়েছে। কিন্তু মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে। রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাট সমর্থক অনেক মানুষকে এখন সামনে পাওয়া যাচ্ছে।’
ক্ষমতায় আসার প্রথম ছয় মাসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি মানুষের সম্মতি হার ছিল গড়ে ৬০ শতাংশ। ওবামার পূর্বসূরী জর্জ ডব্লিউ বুশের এই হার ছিল ৫৩ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ক্ষমতার প্রথম ছয় মাসে ট্রাম্পের এই হার ছিল গড়ে ৪১. ৪ শতাংশ।
সূত্র: এএফপি
টিএম