জাপান সরকারের শীর্ষস্থানীয় এক মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন যে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত করোনা টিকার ৯ কোটি ডোজ জাপানে উৎপাদন করবে ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা।

বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জাপানের তাদের বিলম্বিত করোনার টিকাদান কর্মসূচি শুরু করার জন্য পর্যাপ্ত পরিমাণে টিকার ডোজ পাবে কিনা; এমন উদ্বেগের মধ্যে দেশটিতে টিকা উৎপাদনের খবর জানা গেল।  
 
জাপান সরকারের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাৎসুনোবো কাতো বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, জাপানে টিকা উৎপাদন করার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। 

কাতো বলেন, ‘দেশের অভ্যন্তরে টিকা উৎপাদন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা বিশ্বাস করি।’ 

মহামারি করোনায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা দিয়ে দেশে টিকাদান কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছে জাপান। 

বিদেশি কোম্পানির তৈরি টিকার ওপর নির্ভরশীলতা এবং দেশের ভেতরে ট্রায়াল চালিয়ে টিকা কার্যকর ও নিরাপদ কিনা তা দেখার কারণেই ৫৯টি দেশে টিকা দেওয়া শুরু হলেও জাপান এখন টিকা দেওয়া শুরু করতে পারেনি।  

অক্সফোর্ডের উদ্ভাবিত টিকার ১২ কোটি ডোজ কেনার জন্য আগেই অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করে রেখেছে জাপান। এর মধ্যে ৯ কোটি ডোজ উৎপাদন হবে জাপানে। বাকি তিন কোটি ডোজ আমদানি করতে হবে।  

আস্ট্রাজেনেকা গত গ্রীষ্মে জাপানে ট্রায়াল শুরু করে। টিকা তৈরি ও বিতরণে দাইচি সানকিও এবং জেসিআর ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছাড়াও অন্যান্য স্থানীয় অংশীদারদের সাথে চুক্তি করেছে কোম্পানিটি।

এএস