পরমাণু চুক্তিতে ফিরতে ইইউ’র মধ্যস্থতা চায় ইরান
২০১৫ সালের পরমাণু চুক্তি জ্যাকোপায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন মধ্যস্থতা করতে পারে বলে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মার্কিন সংবাদ সংস্থা সিএনএনকে এক সাক্ষাৎতকারে এ কথা বলেছেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জোসেফ ব্যারেল জ্যাকোপা স্বাক্ষরের বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন উল্লেখ করে জারিফ বলেন, ‘চুক্তিতে ফিরে আসতে যুক্তরাষ্ট্র এবং ইরানের কী কী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় দিক নির্দেশনা দিতে পারে।’
বিজ্ঞাপন
এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন‘ইরান সরকারের পক্ষ থেকে আমি বলতে পারি, যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞাগুলো ইরানের ওপর আরোপ করেছে, সেগুলো তুলে নেওয়া হলে এক দিনেরও কম সময়ের মধ্যে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করে দেব। মূল ব্যাপার হলো, চুক্তিতে ফিরে আসতে যুক্তরাষ্ট্রের সম্মতি এবং ইরানের সাড়া…কখন এই সময়টি আসবে সেটিই প্রশ্ন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই ছয় স্থায়ী সদস্য রাষ্ট্রের সঙ্গে ২০১৫ সলে পরমাণু চুক্তি বা জ্যাকোপা চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। চুক্তির শর্ত অনুযায়ী- ইরান ধীরে ধীরে পরমাণু প্রকল্প থেকে সরে আসবে- এর পরিবর্তে দেশটির বিরুদ্ধে যেসব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে- সেগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেওয়া হবে।
বিজ্ঞাপন
কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ‘ত্রুটিপূর্ণ’, ‘একপেশে‘, ‘এর কোনো ভবিষ্যত নেই’ ইত্যাদি অভিযোগ তুলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান। যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর চুক্তির শর্তগুলো মেনে চলার ব্যাপারে ইরানও উদাসীন হয়ে পড়ে।
সম্প্রতি দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন জানিয়েছে, ইরান যদি ইউরোনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র আবার জ্যাকোপাতে ফিরবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই জ্যাকোপাতে ফিরতে চায়, সেক্ষেত্রে এ বিষয়ক পদক্ষেপ নেওয়া শুরু করার সমর্য় এসেছে মার্কিন প্রশাসনের।
সূত্র: মিডলইস্ট মনিটর
এসএমডব্লিউ