আফগানিস্তানে আরও এক বিচারককে গুলি করে হত্যা
আফগানিস্তানে আরও এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে বুধবার (৩ ফেব্রুযারি) এই ঘটনা ঘটে। নিহত ওই বিচারকের নাম হাফিজুল্লাহ। এ নিয়ে গত এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে তিন বিচারককে হত্যার ঘটনা ঘটল।
আফগানিস্তানের নানগারহার প্রদেশের পুলিশের মুখপাত্র ফরিদ খান বলেন, বুধবার রিকশায় করে আদালতে যাওয়ার সময় বন্দুকধারীরা বিচারক হাফিজুল্লাহর ওপর হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে।
বিজ্ঞাপন
জালালাবাদ সরকারি হাসপাতালের চিকিৎসক গুলজাদা সানগার জানিয়েছেন, নিহত হাফিজুল্লাহর শরীরে একাধিক বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া বুধবার রাজধানী কাবুলে চালানো অন্য একটি বোমা হমলায় এক পুলিশ সদস্য নিহত হন। এতে আহত হন পুলিশের আরও তিন সদস্য। এর আগের দিন মঙ্গলবার কাবুলে চারটি আলাদা জায়গায় বোমা হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলায় এক ইসলামী চিন্তাবিদ নিহত হন।
এর আগে গত ১৭ জানুয়ারি আদালতে যাওয়ার পথে ২ আফগান নারী বিচারককে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। ওই দিন রাজধানী কাবুলের একটি বাস স্টপের কাছে নারী বিচারকদের গ্রুপকে লক্ষ্য করে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছিল। নিহত দুই জনই ছিলেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারক।
সম্প্রতি আফগানিস্তানে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সরকারপন্থী মানুষজনকে হত্যার চেষ্টা করা হচ্ছে। এর আগে একজন প্রখ্যাত অভিনেত্রীকে লক্ষ্য করে তার বাড়ির সামনে থাকা গাড়িতে গুলি করে বন্দুকধারীরা।
এসব হত্যার বেশিরভাগের দায় কোনো জঙ্গি সংগঠনই স্বীকার করেনি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা অধিকাংশ ক্ষেত্রে বিরোধীপক্ষ সশস্ত্র গোষ্ঠী তালেবানকে দায়ী করে থাকেন। অবশ্য তালেবান এসব হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে এর আগে বার্তাসংস্থা এপির কাছে দাবি করেছিলেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে রক্তক্ষয়ী হামলার সংখ্যা অনেক বেড়েছে। এজন্য তালেবানকে দায়ী করে আসছে দেশটির প্রশাসন। সম্প্রতি দেশটির গোয়েন্দা প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিদ্রোহী গোষ্ঠিটি ১৮ হাজারের বেশি হামলার সঙ্গে জড়িত ছিল।
দেশে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে তালেবানদের সংলাপ চলমান থাকলেও গত কয়েক মাস ধরে সহিংসতা বাড়ছে আফগানিস্তানে। প্রধান শিকার সাংবাদিক, রাজনীতিবিদ এবং অধিকারকর্মীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সূত্র: আলজাজিরা
টিএম