ইরানের আটকে থাকা অর্থ ছাড়ে তৎপর দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ইরানের রাষ্ট্রীয় রিজার্ভের যে অর্থ আটকে আছে, তা ছাড়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে সিউল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা ইয়োনহাপ বুধবার এ তথ্য জানিয়েছে।
ইয়োনহাপকে ওই কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘ইরানের আটকে পড়া অর্থ ছাড় করার প্রশ্নে উল্লেখযোগ্য মাত্রায় অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগির এ বিষয়ে আমাদের সরকারের বৈঠক হওয়ার কথা রয়েছে। আমি মনে করি এটি আমাদের আন্তরিকতার ব্যাপারে ইরানের সন্দেহ ও সংশয় দূর করবে।”
বিজ্ঞাপন
ইরানের সঙ্গে নতুন বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা যায় কিনা, সে বিষয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন ব্যাংকে ইরানের রাষ্ট্রীয় রিজার্ভের ৭০০ কোটি ডলারেরও বেশি অর্থ জব্দ অবস্থায় পড়ে আছে এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিউল এই পাওনা মেটাতে করতে পারছে না; কারণ যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে বলা হয়েছে- ইরানের সঙ্গে কেউ ডলারের মাধ্যমে লেনদেন করতে পারবে না।
বিজ্ঞাপন
সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে ইরান এই মর্মে অনুরোধ জানিয়েছে যে, জব্দ থাকা অর্থের অন্তত অংশবিশেষ যেন ছাড়ের ব্যবস্থা করা হয়। যদি তা না হয়, তাহলে ইরান জাতিসংঘের সদস্যপদের ফি পরিশোধ করতে পারবে না।
এসএমডব্লিউ