তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরি
তাইওয়ান নিয়ে কিছুদিন ধরেই বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা বাড়ছে। সম্প্রতি তাইওয়ানের আকাশসীমায় চীনের বোমারু বিমান মহড়া দেওয়ার পর উত্তেজনা চরমে ওঠে। তবে চীনের আপত্তি উপেক্ষা করেই বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সপ্তম নৌবহর এ তথ্য জানিয়েছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনো মার্কিন রণতরি তাইওয়ান প্রণালী পাড়ি দিল। নিজেদের সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করা তাইওয়ানকে চীন থেকে পৃথক করেছে তাইওয়ান প্রণালী। সম্প্রতি চীন সেখানে সামরিক উপস্থিতি জোরদার করার পর তাইওয়ানের মিত্র যুক্তরাষ্ট্র নিজেদের উপস্থিতি জানান দিল।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের মুখপাত্র জো কেইলি এক বিবৃতিতে জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখেই জাপানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে রুটিন মহড়ার অংশ হিসেবে বৃহস্পতিবার তাইওয়ান প্রণালী পাড়ি দিয়েছে নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস জন এস ম্যাককেইন।
বিজ্ঞাপন
ক্ষমতায় এসে তাইওয়ানের উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়াটাই এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সপ্তম নৌবহরের মুখপাত্র কেইলি বলেন, ‘তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন রণতরির এই সমুদ্রযাত্রার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনরায় প্রদর্শন করেছে।’
জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন গত ২০ জানুয়ারি। তাইওয়ানের উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার মাধ্যমে মার্কিন পররাষ্ট্রনীতির প্রথম বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি।
তাইওয়ানকে সম্পূর্ণ নিজেদের অংশ হিসেবে দাবি করে বেইজিং। চীনের মূল ভূখণ্ডের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত স্বশাসিত প্রায় দুই কোটি ৪০ লাখ বাসিন্দার তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করে। তাইওয়ানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার রয়েছে। যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র হিসেবে তাইওয়ান বেশ পরিচিত।
বাইডেন ক্ষমতা আসার কয়েকদিনের মাথায় চীনের আটটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান ও চারটি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় মহড়া চালায়; তাইওয়ান একে অস্বাভাবিক হিসেবে অভিহিত করে।
এতেই শেষ নয় তাইওয়ানকে হুমকি দেওয়ার ভাষায় রুঢ় করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানকে উল্টো সতর্ক করে দিয়ে বলা হয়, ‘তাইওয়ানের স্বাধীনতার দাবি মানেই সর্বাত্মক যুদ্ধ ঘোষণা।’
তাইওয়ান প্রণালীতে যে ওয়াশিংটন-বেইজিং উত্তেজনা বাড়ছে তার প্রমাণও পাওয়া যাচ্ছে কিছু পরিসংখ্যানে। মার্কিন সপ্তম নৌবহর জানিয়েছে, ২০২০ সালে তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরির ১৩ বার মহড়া চালিয়েছে। ২০১৬ সালে বারাক ওবামা প্রশাসনের ১৩ বার মহড়ার পর গত বছর সর্বোচ্চ মহড়া হয়েছে সেখানে।
এএস