তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুসওলু: সংগৃহীত ছবি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুসওলু। সফরে তিনি ঢাকায় তুরস্কের নতুন ভবনের উদ্বোধন করবেন।

সোমবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল রাতে ঢাকায় আসবেন। সফরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে।’

গত ২৮ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের আভাস দেন।

সে সময় মোমেন জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুসওলু যেকোনো দিন ঢাকায় আসবেন। বাংলাদেশে তুরস্কের যে দূতাবাস তৈরি হয়েছে তিনি তা উদ্বোধনের জন্য আসবেন। 

এনআই/জেডএস